খুলনায় দুই দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি এর প্রশিক্ষন সম্পন্ন ।

সাজিদ হাসান:

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর খুলনা বিভাগীয় পর্যায়ে ২দিন ব্যাপি বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষণ ১৯ ডিসেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে।

ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বেসিক কম্পিউটার, আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষন সম্পন্ন করেছে।

dsc_5708-sobujbartaখুলনায় এনজিও ফোরামে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার প্রতি জেলা থেকে ১ জন করে শিশু সাংবাদিককে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষনের প্রথম দিন শিশু সাংবাদিকদের বেসিক কম্পিউটার ও আইসিটি এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। আইসিটি ট্রেনিং এ কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফ বিডি ডট ওআরজি এর ব্যবহারের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

দ্বিতীয় দিন প্রশিক্ষনার্থীদের ফটোগ্রাফির উপর প্রশিক্ষন প্রদান করা হয় এবং প্রশিক্ষন শেষে তাদের স্থানীয় এলাকায় নিয়ে যাওয়া হয় হাতে কলমে ফটোগ্রাফি শেখানোর জন্য।

উক্ত প্রশিক্ষনে পরিচালনায় ছিলেন এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী, ফটোগ্রাফি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ব্যুরো ফটোগ্রাফার বাহা উদ্দিন বাহার, আইসিটি প্রশিক্ষক হিসেবে ছিলেন সবুজবার্তা ডট কমের সম্পাদক ও আসাদজোন ডট কমের স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান।