ব্রাহ্মণবাড়িয়ায় UNCRC এর পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা।

news photoগত ৩০.১১.২০১৪ খ্রিঃ রবিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে UNCRC এর পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসনের সাথে এনসিটিএফ সদস্যদের নির্ধারিত বিষয় ১. বাল্য বিবাহ বন্ধ করা ২. স্কুল, পরিবার এবং প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ করা ৩. মাদক ও মাদকাসক্তি বন্ধ করা ইত্যাদির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ‘শিশু অধিকার পরিস্থিতি’ বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ব্রাহ্মণবাড়িয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শিশির, সহযোগী অধ্যাপক, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ও তাপস রঞ্জন ঘোষ, এএসপি, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

স্বাগত বক্তব্য রাখেন মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিহার রঞ্জন সরকার, অন্যতম সদস্য, বাংলাদেশ শিশু একাডেমী ও সাধারণ সম্পাদক, খেলাঘর আসর, ব্রাহ্মণবাড়িয়া। এনসিটিএফ এর পরিচিতি, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোঃ সায়েম খন্দকার, সভাপতি, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি। জারিয়াতুল খানম- ‘বাল্য বিবাহ বন্ধ করা’, ফুহাদ হাসান – ‘স্কুল, পরিবার এবং প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ করা’ এবং সাইদা সানজিদা লোপা- ‘মাদক ও মাদকাসক্তি বন্ধ করা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সভাটি সঞ্চলনা করেন মাকসুদা চৌধুরী পলি। মতবিনিময় সভায় ৩০ জন শিশু এবং ২০ জন দায়িত্ববাহক ও অভিভাবক উপস্থিত ছিলেন। সভাটির সহযোগিতায় ছিলেন মোঃ বদিউজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর, মাশরেকী রিপন, ট্রেনিং সুপার ভাইজার, বাংলাদেশ শিশু একাডেমী, এবং অজিত চন্দ্র বিশ্বাস ও ফারিয়া আক্তার, জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া।