জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর উদযাপন উপলক্ষে এনসিটিএফ কুষ্টিয়ার মত বিনিময় সভা

 

NCTF Dialogue DC Office 2

NCTF Dialogue DC Office

 

 

 

 

 

 

জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩০ নভেম্বর কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল  এনসিটিএফ কুষ্টিয়া জেলার মত বিনিময় সভা। বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন্’স টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়ার এর আয়োজনে এবং জেলা প্রশাসন, সেভ দ্য চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ৬৪ জেলার ন্যায় কুষ্টিয়াতেও অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সৈয়দ বেলাল হোসেন। উক্ত অনুষ্ঠানে বাল্য বিবাহ, শারিরিক শাস্তি, মাদক ও মাদকাসক্তি রোধের উপর শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক সহ দায়িত্ববাহক কর্মকর্তা বৃন্দ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান স্বাগত বক্তব্যে শিশু অধিকার সনদ সহ আজকের আলোচ্য বিষয়ের গুরুত্ব সমূহ তুলে ধরেন এবং শিশুদের সমস্যাগুলো শিশুদেরকেই তুলে ধরার জন্য অনুরোধ করেন তিনি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ, শারিরিক শাস্তি নির্মূল এবং মাদকের বিষাক্ত ছোবল থেকে শিশুদেরও রক্ষায় চলমান কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসক তার বক্তব্যে এনসিটিএফ এর লোকাল ফান্ড এর বিষয়ে যে কোন প্রয়োজনে তার নিকট যাওয়ার জন্য বলেন। তিনি বলেন যে কোন শিশুর প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে যান এবং এনসিটিএফ যদি এ বিষয়ে কোন সুপারিশ করে তিনি বিষয়টি বাস্তবায়নে সহযোগিতা করবেন। তিনি  আরো বলেন- ”জেলা প্রশাসনের ফেসবুক পেজ এ বাল্য বিবাহ, মাদক এর ব্যবহার সহ শিক্ষকদের জোর করে প্রাইভেট পড়ানো, শাস্তি প্রদান করার বিষয়ে যে কোন অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি এবং অন্যান্য কর্মকর্তাদের মোবাইল নাম্বার উপস্থিত শিশুদেরকে দেন এবং বলেন শিশু অধিকার বাস্তবায়নে যে ক্ষেত্রেই সমস্যা হোক তোমরা ফোন দিয়ে আমাদের জানালে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব”।

এছাড়া জেলা তথ্য অফিসার জনাব মোঃ তৌহিদুজ্জামান শিশুদেরকে বলেন তথ্য অফিস বাল্য বিবাহে রোধে আমরা ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করে থাকি। যে সকল এলাকায় বাল্য বিবাহ বেশী সে সকল এলাকা এনসিটিএফ চিহ্নিত করে আমাদের কে বললে আমরা সে সকল এলাকায় যাব।

এদিকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃ আল মামুন শিশুদের প্রশ্নের এবং তথ্যের প্রেক্ষিতে বলেন শিশুরা যে সকল স্থানে মাদক গ্রহন করছে সে সকল স্থানে আমরা নজরদারি বাড়াবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

এছাড়া অন্যান্য কর্মকর্তরাও শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এনসিটিএফকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুমারখালী -আনিছা আফরোজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরটব (সিআরজি) এর জেলা ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান ও লাইলাতুল আফিয়া।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিল এনসিটিএফ কুষ্টিয়ার সদস্য বৃন্দ।