ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নির্যাতনের ঘটনায় এনসিটিএফ’র জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান

গত ০৯ নভেম্বর’১৪ খ্রিঃ তারিখ রবিবার ৩.০০ মিনিটে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ব্রা‏‏হ্মণবাড়িয়ার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নীতিমালা অনুযায়ী শারীরিক শাস্তি বন্ধ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানিয়ে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুজ্জান পিপিএম (বার) কে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াস্থ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে গত ১৯/১০/২০১৪ তারিখ রবিবার দুপুরে জেএসসি মডেল টেষ্ট চলাকালে শিক্ষক সুব্রত সরকারের ছুড়ে মারা কলমে গোলাম রাব্বি নামের এক শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিও তাকে দোষী করে তদন্তের রিপোর্ট জমা দিয়েছেন । স্মারক লিপিতে তদন্ত কমিটির সুপারিশ বাস্থবায়নসহ দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় দৃষ্টান্তমূূলক শাস্তির ব্যবস্থা ও “শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে জারিকৃত প্রজ্ঞাপন: ২০১০ সচিব, শিক্ষা মন্ত্রণালয়, আদেশ: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৮” প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসময় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারন সম্পাদক জারিয়াতুল্লাহ খানম জারা, শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি, ফুয়াদ হাসান ওয়াসি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাইদা সানজিদা লোপা। চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পীকার সাব্বির আহম্মেদ হিমু ও ডেপুটি স্পীকার এইচ এম মু’ছিম বিল্লাহ সীমান্ত ছাড়াও জেলা ইয়্যূথ ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এনসিটিএফ শিশুদের জেলা প্রশাসক, ব্রা‏‏হ্মণবাড়িয়া শিশুদের বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা করার পরামর্শ দেয়। এবং ব্রা‏হ্মণবাড়িয়া জেলার শিশুদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসদেন।