Posts

অক্টোবর মাসের মাসিক সভা সম্পন্ন

আসহাব লাবিব
যুগ্ম সাধারণ সম্পাদক

২৮ শে অক্টোবর ২০১৬ সেশনে এন.সি.টি.এফ.-সুনামগঞ্জ কর্তৃক মাসিক সভার আয়োজন করা হয়। মো:মোমেন তালুকদারের সভাপতিত্তে সভাটি শুরু হয়।সভাটিতে এন.সি.টি.এফ.এর পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবারের ন্যায় এবারও এন.সি.টি.এফ.-সুনামগঞ্জ প্রকাশ করতে যাচ্ছে শিশু পত্রিকাসুরমা পাড়ের শিশুডিসেম্ভর সংখ্যা।উক্ত মিটিং সকলের সিদ্ধান্ত অনুযায়ী শিশু সাংবাদিক কামরুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সকল সদস্যদেরকে তাদের স্বরচিত কবিতা,ছড়া,গল্প,প্রবন্ধ, ফিচার ইত্যাদি জেলা শিশু একাডেমীতে জমা দেওয়ার জন্য অনুরুধ করা হয়। আর কোন আলোচ্য বিষয় না থাকায় পূর্ববর্তী কার্জক্রমের পূনরালোচনা করে সভাপতি মোঃমোমেন তালুকদার সবাইকে শুভেচ্ছা জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।14590491_699854583503472_54134116945973380_n

শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা

‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সকালে শহরের আবুল হোসেন মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে এবং এলসিবিসিই প্রোগ্রামের সহযোগিতায় সকাল ১০ টায় বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ৪০-৫০ জন শিক্ষার্থীদের মধ্য অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা।
পরে জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
এলসিবিসিই সদস্য হাসিবুল হোসেন শান্ত এবং কণি আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজয় সেন রায়, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার উওম চক্রবর্তী, ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না আক্তার প্রমুখ।
শিশু সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রথম বিদ্যালয় হল তার পরিবার। বর্তমান সরকার সুবিধা বঞ্চিত শিশুদের মান উন্নয়নে নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে।’
শিশু সমাবেশ শেষে সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিশেষে ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না আক্তারের পরিচালনায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

শিশু অধিকার নিয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর ২০১৬ইং   বুধবার সকালে শহরের পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোমেন তালুকদার জানান, জেলায় শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। এসব শিশু তাদের সংসারে অভাবের তাড়নায় রাস্তায় কাগজ কুড়াতে, রিক্সা, ঠেলাগাড়ি, অটোরিক্সা চালনা করতে, গাড়িতে হেলপারের কাজ করতে, ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করতে দেখা গেছে। এছাড়াও বালি-পাথর শ্রমিকের কাজ, মাছ শিকারের পেশায় নিয়োজিত রয়েছে শিশুরা। অনেক শিশু রয়েছে তারা পারিবারিক
কলহে পড়ে নানাভাবে নির্যাতিত হচ্ছে। শিশুদের জীবনমান উন্নয়নে অভিভাবকসহ সকল শ্রেণী পেশার মানুষ সচেতন হওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি তাসলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, শিশু সাংবাদিক কামরুল হাসান, ভলান্টিয়ার জলি রায় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

সুনামগঞ্জ এনসিটিএফ এর বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

২৯ সেপ্টেম্বর ২০১৬। “থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক ও এনসিটিএফ সুনামগঞ্জ কতৃক আয়োজন করা হয় ৩দিন ব্যাপী “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। সুনামগঞ্জ জেলার প্রাণকেন্দ্র শহীদ আবুল হোসেন মিলনায়তনে সকাল ৯:৩০ মিনিটে আলোচনা সভা শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নারী নেত্রী মিসেস শিলা রায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জনাব আইনুর আক্তার পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা অফিসার জনাব হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নিগার সুলতানা কেয়া আরও উপস্থিত ছিলেন পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান “স্বপ্নডানা” এর স্বপ্নাদ্রষ্টা জনাব জাহাঙ্গীর আলম,শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, প্রোগ্রাম ওয়াল্ড ভিশন অফিসার জনাব উওম চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করে প্রধান অতিথি মহোদয়। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের পক্ষ থেকে তাদের চাওয়া-পাওয়া,ইচ্ছা-অনিচ্ছার কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা এনসিটিএফ কমিটির সভাপতি মো: মোমেন তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষনা করেছি।শুধু তাহিরপুরই নয় আমরা জেলার প্রত্যেকটা গ্রাম, ইউনিয়ন, থানাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন রোধে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা শিশু যাতে কমপক্ষে প্রাইমারী স্কুল পর্যন্ত লেখাপড়া করে এ বিষয়েও আমাদের সতর্ক দৃষ্টি আছে”। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করে ক্ষুদে শিশুরা। পরিশেষে শিশুদের নিয়ে পালন করা হয় শিশু সমাবেশ। অনুষ্ঠানে পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করে এনসিটিএফ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

Sunamganj NCTF observed World Children day and Child Rights Week 2016

Sunamganj NCTF & Deputy Commissioner of Sunamganj observed world children day and child rights week with different activities. On 29th September, NCTF member arranged rally, human chain to protest violation of child rights. Later on, a daylong event organized including launching of child led newsletter, art competition, theater program and open discussion to mark the Children’s day. Mrs. Sheila Roy, a prominent women leaders presided over the Meeting. Mr. Akhter, Deputy Commissioner (Education and ICT) of Sunamganj was the chief guest and the special guest were Mr. Ali, former education officer & Mrs. Nigar Sultana Keya, Vice-Chairman.

সুনামগঞ্জ এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সুনামগঞ্জ জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ সুনামগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন ও ভলেন্টিয়ার: জনাব অাব্দুল্লাহ্ জুবায়ের।
উক্ত সভার আলোচ্য বিষয় ছিল :
শিক্ষাসফর।
সভায় গৃহীত সিদ্ধান্ত 13124548_612243492264582_7043620007325633914_n
আগামী ১৩ই মে ২০১৬ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ সুনামগঞ্জ এর উদ্যোগে শিক্ষা সফর এর আয়োজন করা হয়েছে।

মো:তানভির আহমেদ
চাইল্ড পার্লামেন্ট মেম্বার,
এনসটিএফ সুনামগঞ্জ।

এনসিটিএফের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

৩১ই ডিসেম্বর ২০১৫ইং সুনামগঞ্জ জেলার জগৎ জোত্যি পাঠাগারে জেলা এনসিটিএফের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।এর আগে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এক র‍্যালী অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সদস্যদের মাঝে সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোমেন তালুকদার,সহ-সভাপতি তাসলিম আক্তার, সাধারন সম্পাদক সুমা আক্তার তন্নি,যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আহমেদ,চাইল্ড পার্লামেন্ট মেম্বার তানভীর আহমেদ ও কনি আক্তার,শিশু গবেষক নাহিদ হাসান ও ফারজানা আক্তার এবং শিশু সাংবাদিক তাসলিমুল ইসলাম তাসলিম ও তামান্না বেগম।sunam