Posts

জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ নওগাঁর নতুন কমিটির সাক্ষাৎ

আমির তাহেরীঃ৩ ফেব্রুয়ারি  সকাল ১০টায় নওগাঁ জেলার  জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান এর সাথে এনসিটিএফ নওগাঁ জেলার নর্বনির্বাচিত কমিটি (২০১৬-১৭) সাক্ষাৎ করে।

জেলা প্রশাসককে এনসিটিএফ নওগাঁ জেলা কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এনসিটিএফ নওগাঁ জেলার কার্যক্রম জেনে খুব খুশি হন এবং নওগাঁ জেলার শিশুদের ও এনসিটিএফ নওগাঁ জেলার পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাজেদা ইয়াসমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ,নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন।

এনসিটিএফ নওগাঁর নির্বাচন অনুষ্ঠিত

মোঃ শরিফ সিকাদর শাহিনঃ ৬ জানুয়ারি বুধবার এনসিটিএফ নওগাঁ জেলার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় চারশত শিশু ভোটার এই নির্বাচনে ভোট দেয়।ভোট গ্রহণ চলে  সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পযর্ন্ত ।

1933929_1312347888852757_591233952012015278_n

উৎসব মুখর পরিবেশে ভোটারদের লম্বা লাইনের একাংশ

ধীরে ধীরে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা।সুন্দর ও সাড়িবদ্ধ ভাবে সকল ভোটারগণ তাদের ভোট প্রদান করে।সকাল থেকেই চলে পরির্দশকদের পরির্দশন।সূর্য়ের তেজের সাথে সাথে শিশু একাডেমীর পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর।ভোটারদের সক্রিয় ভোট প্রদানের মধ্য দিয়ে এনসিটিএফ নওগাঁ একটি সুন্দর ও কার্যকরী কমিটি উপহার পায়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মিদুল হাসান, মুনিরা সুলতানা স্মরনী ও শামিম হোসেন।রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব্পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। আর নির্বাচনের অতিথি হিসেবে ছিলেন সম্মানিত উপদেষ্টা রফিকুদ্দৌলা রাব্বি ও মোঃ কায়েস উদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য আনিকা বুশরা, আল-মামুন রূপস, রাকা, ও মুরাদ হোসেন এবং নওগাঁ জেলার ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত খান তুলি।

12494950_1312347768852769_3179121876215067712_n

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ নওগাঁর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১। সভাপতি–আমির তাহেরী উদয়
২। সহ-সভাপতি–মোছাঃ আওশানা আশা
৩। সাধারণ সম্পাদক–একেএম নাসিবুল হাসান
৪। যুম্ম সাধারণ সম্পাদক–প্রিয়া
৫। সাংগঠনিক সম্পাদক–মোঃ ওয়ালিউল আলভী
৬। শিশু সাংবাদিক (ছেলে)–প্রশান্ত কুমার সান্যাল
৭। শিশু সাংবাদিক (মেয়ে)–উম্মে হাবিবা প্রিয়তা
৮। শিশু গবেষক (ছেলে)–মোঃ আকাশ সরদার
৯। শিশু গবেষক (মেয়ে)–নাহিদা বকুল
১০। শিশু সংসদ সদস্য (ছেলে)–মোঃ পলাশ হোসেন
১১। শিশু সংসদ সদস্য (মেয়ে)–কারিশমা আক্তার কথা

এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাহিদা বকুল, শিশু সংবাদিক, নওগাঁঃ ২৩ ডিসেম্বর  সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ কার্যালয়ে এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, রফিকুদ্দৌলা রাব্বি, কায়েস উদ্দিন, উত্তম সরকার ও অধ্যক্ষ শরিফুল রহমান, এনজিও এর প্রতিনিধি এসএম ইদ্রিস আলী, সাবেক সভাপতি আনিকা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন রূপস। আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সিওয়াইভি নুসরাত জাহান বৃষ্টি, ওয়াইভি মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত তুলি।এছাড়াও বিভিন্ন স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এনসিটিএফ নওগাঁর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IMG_4520

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধ্যক্ষ শরিফুল রহমান ভাজপত্র প্রকাশের জন্য অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ও বাল্যবিবাহ রোধে প্রয়োজনে শিশুদেরকে বিনামূলে পাঠদান এবং শিক্ষার উপকরণ প্রদান করবেন এবং  সার্বিক সহযোগীতা ও সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।

No More Child Violence

“No more violence only Protest” with this motto National Children’s Task Force organized a gathering and rally on 17 December 2015. Through these initiatives children began a protest to eliminate child violence from local level.


নওগাঁয় শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

শরিফ সিকদার :“আর নয় শিশু নির্যাতন, এবার শুধুই প্রতিরোধ”  এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ জেলার শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,নওগাঁ হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কেডি মোড়, মুক্তির মোড়, বাটার মোড় ও সোনার পট্টি হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর উপদেষ্টা মন্ডলীয় সদস্য জানাব শরিফুল ইসলাম খান,  কায়েস উদ্দিন ও  শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম।এছাড়াও এনসিটিএফ নওগাঁর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ  সাবেক কমিটির সভাপতি আনিকা বুশরা এবং ডিভি মোঃ শরিফ সিকদার শাহিন উপস্থিত ছিলেন।