Posts

হবিগঞ্জ এনসিটিএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৮/০৯/২০১৬ তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),হবিগঞ্জ জেলা শাখার দশম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করে (এনসিটিএফ) এর সদস্যরা। ২০০৬ সালের ২৮শে সেপ্টেম্বর  হবিগঞ্জ  জেলায় এনসিটিএফ যাত্রা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী,হবিগঞ্জ জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান,শিশু বন্ধু বিশিষ্ট সাংবাদিক জিয়া উদ্দীন দুলাল।  আরো  উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার  ভলান্টিয়ার সামিয়া চৌধুরী  সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান আরিফ এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স,হবিগঞ্জ জেলার  সভাপতি আমিনুল ইসলাম সাকিল, এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যরা।

 

নাগুরা ফার্ম হাই স্কুল এনসিটিএফ হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল

যখন শিশুদের অধিকার প্রতীষ্ঠা করা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মুল উদ্দেশ্য তখন এই উদ্দেশ্য বাস্তবায়নর আরেকটি উদ্দ্যোগ গ্রহন করল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ।
১২ আগষ্ট ২০১৫ ইং তারিখে রোজ বুধবার নাগুরা ফার্ম হাই স্কুল, হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল। কমিটির সদস্যরা যখন বিভিন্ন ক্লাস এর শিশুদের সাথে কথা বলে তখন জানতে পারে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা। এর মধ্যে কিছু প্রধান সমস্যা ছিল নলকূপের সংকট, আসন সংখ্যা সীমিত, বাথরুমের সংকট, লাইট ফ্যান এর সংকট, রাস্তা নিচু, ক্যান্টিন এর ব্যবস্থা নেই। এছাড়া আরো জানা যায় স্কুলের শিক্ষক গণ স্কুলের ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন করেন, ছাত্রীদের সাথে অশালীন শব্দ ব্যবহার করেন, এবং স্কুল এর শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেন। এসব সমস্যা সম্পর্কে যখন স্কুলের প্রধান শিক্ষক এর অনুপস্থিতি তে সহকারী প্রধান শিক্ষক এর কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন স্কুলের নলকূপ, বাথরুম, আসনসংখ্যা, ফ্যান ও লাইট, সম্পকৃত সমস্যার সমাধান তিনি খুব জলদি পদক্ষেপ নিবেন এবং ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন, অশালীন শব্দের ব্যবহার,কোচিং সম্পকৃত সমস্যা সম্পর্কএ তিনি অবগত ছিলেন না এবং তিনি প্রধান শিক্ষক এর সাথে খুব কথা বলবেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা

11110511_985509041481781_1800792815237688873_o

গত ২৫শে জুন ২০১৫ ইং হবিগঞ্জ জেলার সভাপতি মিজানুর রহমান আরিফের নেতৃত্বে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে ।এ সময় উপস্তিত ছিলেন শিশু বন্ধু শেখ ওসমান গনি রুমী ,শাকিল ,সাদিয়া .হাসান ও মোমিতা .পরিদর্শন কালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন রোগীর কোন বিষয়ে চিকিত্সকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয় ,সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদেরকে কোন প্রকার ঔষুধ দেওয়া হয় না , খাবারের মান অতি নগন্য ,বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা ,শৌচাগারের নোংরা অবস্থা সহ ইত্যাদি এ ব্যপারে শিশু ওয়ার্ডে কনসালেন্ড কায়সার আহমেদ এর সাথে কথা বলতে গেলে প্রথম খারাপ ব্যবহার করলে ও পরে তিনি শিশু সাংবাদিকদের কাছে ক্ষমা চান কনসালন্ডে মহোদয়কে এই সব বিষয়ে অবগত করলে তিনি বলেন দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে পরে সিভিল সার্জনের সাথে এ ব্যপারে কথা বললে তিনি শিশু সাংবাদিকদের জানান ,শিশু ওয়ার্ডের ধারন ক্ষমতা ৩০ জন রোগী আছে এর দ্বীগুণ এই জন্য এই সব সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এই সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মান করতেছি নতুন ভবনে রোগীদেরকে এই সব সমস্যার সম্মুখিন হতে হবে না বলে এই আশাবাদবেক্ত করেন।