খুলনা এনসিটিএফ সদস্যদের স্কুল পরিদর্শন

১৮-০৯-২০১৭ খুলনার ন্যাশনাল হাই স্কুল ও ন্যাশনাল গার্লস হাই স্কুল পরিদর্শন করে এনসিটিএফ খুলনা এর সদস্যরা। ন্যাশনাল গার্লস স্কুলে তেমন কোন সমস্যা না থাকলেও ন্যাশনাল হাই স্কুলে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মেয়েদের শারীরিক সমস্যা সমাধানের উপযুক্ত কোন ব্যবস্থা নেই। মেয়েদের জন্য আলাদা কোন কমনরুম নেই, আলাদা কোন খেলার জায়গা নেই। পরিদর্শনে দেখা যায় তাদের একটি টিওবয়েল রয়েছে এবং সেটি স্বাস্থ্যকর, একটি লাইব্রেরি রয়েছে, অনেক ধরনের বই রয়েছে, বই পড়ার সুযোগ ও রয়েছে। তাদের পড়াশুনার মান খুবই ভালো। শিক্ষক এবং শিক্ষিকারা তাদের যথেষ্ট পরিমাণে লেখাপড়ায় সাহায্য সহযোগীতা করেন।
পরির্দশনে অংশগ্রহণ করেন এনসিটিএফ খুলনা কমিটির সদস্যগণ এবং ইয়ুথ ভলান্টিয়ার মৃদুল ইসলাম।