NCTF ঢাকা জেলায় সেভ দ্য চিলড্রেনের সিআরজিএ ডিরেক্টর রাস হাগার

এনসিটিএফ ঢাকা জেলার কমিটির সাথে মতবিনিময় করলেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভরনেন্স এর ডিরেক্টর রাস হাগার এবং সেভ দ্য চিলড্রেনের ইন্টারন্যাশনাল প্রতিনিধি লিনা। গত ২৩শে জানুয়ারী বাংলাদেশ শিশু একাডেমী ঢাকা জেলা কার্যালয়ে শিশুদের সাথে তাদের এনসিটিএফ এর কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

শিশুদের কথা শুনছেন অতিথিরা।

শিশুদের কথা শুনছেন অতিথিরা।

FGD on Children’s View on Investment In Children (IIC)

A half day Focus Group Discussion (FGD) and consultation workshop on 19th January 2015 with NCTF Dhaka Executive committee & NCTF Media Group representatives .The session was on Children’s view on Investment In Children (IIC). Facilitated by Save the Children and CSID was conduct the session.

Group Discussion

Group Discussion


ভোলায় এনসিটিএফএর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

 ভোলা প্রতিনিধি: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির বার্ষিক সাধারন সভা-২০১৪ ইং অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা শিল্পকলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিটিএফ ভোলা জেলা কমিটির সভাপতি জহির রাইহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবিএম শওকাত ইকবাল শাহীন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও বিটিভির ভোলা জেলা এম এ তাহের, আজকের ভোলার সম্পাদক ও ভোলা রিপোর্টাস ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব মু. শওকাত হোসেন, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও দক্ষিন প্রান্ত সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আখতার হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনসিটিএফ ভোলা জেলা কমিটির সম্বনয়কারী আদিল হোসেন তপু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্ট মেম্বার শারমীন আক্তার বর্ষা।
সভায় প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী এবিএম শওকাত ইকবাল শাহীন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎত, তাই শিশুদের যোগ্য নাগরীক হিসাবে গড়ে তোলতে হবে। আর এইযোগ্য নাগরীর হিসাবে গড়ে তোলতে হলে পোড়াশুনার মধ্যে শিশুদের আবদ্ধ করে রাখলে হবে না শিশুদের সাংগঠনিক ভাবেও দক্ষ করে তুলতে হবে। আর শিশুদের এই সাংগঠনিক ভাবে দক্ষ করে তোলার জন্য এনসিটিএফ একটি সময় উপযোগী প্লাটফোর্ম। এই সংগঠনটি ভোলার অবহেলিত শিশুদের কথা বলবে এবং তাদের পাশে থাকবে এটাই আমার প্রত্যাশা। আর এনসিটিএফএর পাশে আমরা আছি ভবিষৎতে ও থাকবো। এসময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোলায় দিন দিন বাল্য বিবাহ বেড়েই চলছে। আর এভাবে চলাতে থাকলেও ভোলার জন্য এটা হবে অসিন সংকেত। তাই বাল্য বিবাহ রোধ করার জন্য শিশুদের ও এগিয়ে এসে এর কুফল সংর্ম্পকে শিশুরাই শিশুদের মাঝে স্কুল ক্যাম্পিং এর মাধ্যমে তুলে ধরার কথা বলেন। পরে তিনি এনসিটিএফ শিশুদের সাথে ফটোসেশনে অংশ গ্রহন করেন।
এদিকে এবছর ভোলা জেলা এনসিটিএফ ব্যাপক কার্যক্রম হতে নিয়েছে। এর মধ্যে হলো সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করা, লেখাপড়ার সাংমগ্রী বিতরন করা, শিশুদেরকে সাংবাদিকতা ও শিশুর সুরক্ষার উপর প্রশিক্ষন দেয়া। স্কুল ভিত্তিক বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে ও শিশুর শারিরীক ও মানসিক শাস্তি বিষয়ক ক্যাম্পিং এর আয়োজন করা, হাসপাতাল পরিদর্শন করা, শিশু পরিবার পরিদর্শন করা, বেড়ি বাধের শিশুদের জীবন মান নিয়ে রির্পোটিং করাসহ আরো অনেক কিছু।

এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা ২০১৫ তৈরি।

110120152115

এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা ২০১৫ আজ ১১ জানুয়ারি, রবিবার, বাংলাদেশ শিশু একাডেমী ঢাকা জেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শুরু হওয়া এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভায় সাধারণ কার্যনির্বাহী কমিটি,সাধারণ সদস্য সহ ৪০ জনের অধিক শিশু সদস্য উপস্থিত ছিল। এজিএম এর প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।
কুরআন তিলওয়াতের মাধ্যমে সভা শুরু করে অতিথিদের বক্তব্য, কার্যনির্বাহী কমিটির বিগত বছরের কর্মপরিকল্পনা পর্যালোচনা বা জবাবদিহিতা এবং দল ভিত্তিক কর্মশালার মাধ্যমে ২০১৫ সালের এনসিটিএফ ঢাকা জেলার কর্মপরিকল্পনা তৈরি করা হয়। দল ভিত্তিক উপস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতা সম্পর্কে ধারনা দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে ছোট্র বিনোদন পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এনসিটিএফ ফেনী জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য শারিয়ার হৃদয় আহত

এনসিটিএফ ফেনী জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য শারিয়ার হৃদয় গত ৫ই জানুয়ারি রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়। জেলা এনসিটিএফ কমিটি, গতকাল এবং আজকের প্রথম আলো এবং একটি বেসরকারি টিভি চ্যানেল এর রিপোর্ট এর সর্বশেষ সংবাদ অনুযায়ী তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এনসিটিএফ পরিবার এরূপ অনাকাঙ্খিত ঘটনায় স্তব্ধ এবং দুঃখিত। রাজনৈতিক সহিংসতায় দেশের আর কোন শিশুর জীবনে যেন এমন দূরাবস্থা না নেমে আসে তার জন্য এদেশের রাজনৈতিক দল গুলোর প্রতি আমাদের খোলা আবেদন। এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি সকল এনসিটিএফ সদস্যদের সব সময় সাবধানে চলাচলের জন্য অনুরোধ করছে।

অদ্বৈত মেলায় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার স্টল

অমর কথা শিল্পী “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের জনক অদ্বৈত মল্ল বর্মণ এর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি অদ্বৈত মেলার আয়োজন করা হয়। ১-৩ রা জানুয়ারী পর্যন্ত মেলা চলে।পাক্ষিক মত ও পথ এর সহযোগীতায় তিতাস আবৃত্তি সংগঠন ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ
চত্ত্বরে অদ্বৈত মেলার আয়োজন করে। এ মেলার মিডিয়া পার্টনার ছিল একাত্তর.টিভি ও দৈনিক যুগান্তর।মেলায় প্রধান অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী ভানুলাল সাহা। ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের এমপি র. আ. ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ব্র্াহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র হেলাল উদ্দীন, গণপরিষদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী, ৭১ টেলিভিশনের ডিরেক্টর অফ নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা,পিআইবি এর মহাপরিচালক শাহ আলম, দেশবরেণ্য কথা সাহিত্যিক শান্তনু কায়সার , ত্রিপুরার বিখ্যাত কবি ও ছড়াকার বিমলেন্দ্র চμবর্ত্তী সহ বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ব্রাহ্মণবাড়িয়ার তিতাস
নদীর পাড়ে মালোপাড়ায় অদ্বৈত মল্ল বর্মণের জন্ম। বাংলা ভাষা-ভাষী সকল মানুষের কাছে তিতাস পাড় তাই খুবই গর্বিত জায়গা। রবীন্দ্রনাথ মানুষের জন্য কবিতা লিখলেও তার হয়তো ধারণা ছিল তিনি নিচুতলার মানুষের কথা সঠিক ভাবে বলতে পারেননি। তাই তিনি লিখেছেন, সেই কবির লাগি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি। আমরা দেখেছি রবীন্দ্রনাথের কাঙ্খিত সেই কবি পশ্চিম বাংলার সুকান্ত আর তিতাস পাড়ের মালোপাড়ার অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ এর কথাশিল্পের মধ্যে দিয়ে বিশ্বকবির স্বপড়ব পূরণ হতে দেখেছি। অদ্বৈত মল্লবর্মণ এর তিতাস একটি
নদীর নাম উপন্যাসে মালোপাড়ার মৎসজীবী সমাজের চিত্র,জেলে সম্প্রদায়ের করুণ কাহিনী সঠিকভাবে ফুটে উঠেছে।” মেলায় ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পীরা কবিতা উপস্থাপন করে। মেলায় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া একটি প্রদর্শনী স্টল দেয়। এতে
করে জেলায় এনসিটিএফ এর পরিচিতি বেড়েছে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার অনেক নতুন সদস্য সংগ্রহ হয়েছে। তাছাড়া বিভিনড়ব স্থানীয় সংগঠনের সাথে এনসিিিটএফ এর সর্ম্পক আরো দৃঢ় হয়েছে। মেলা শেষে অতিথিরা মেলায় শিশুদের মধ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করে এবং মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করে। অদ্বৈত মেলা আয়োজন কমিটির আহবায়ক জহিরুল ইসলাম ভূঞা মেলার সমাপনী ঘোষণা করেন।

ঝালকাঠিতে এনসিটিএফ’র বার্ষিক কর্মপরিকল্পা সভা।

২৫ ডিসেম্বর ২০১৪ তারিখ ঝালকাঠিতে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত ও জেলা শিশু একাডেমী সহায়তায় বার্ষিক কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা সভাপতি, হাবিবুর রহমান (মাহিন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু সংগঠক নারগীস সুলতানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইয়ুথ ভলান্টীয়ার সজীব খন্দকার, মেহেদী হাসান (ইমরান), শিশু সাংবাদিক, এনসিটিএফ, ঝালকাঠি, প্রীতম আদিত্য রায়, শিশু গবেষক, এনসিটিএফ, ঝালকাঠি, সৈয়দা মাহাফুজা মিষ্টি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ, ঝালকাঠি।

জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জেলার শিশু একাডেমী, এনসিটিএফ, সরকারি-বেসরকারি এনজিও প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে এরই ধারাবাহিকতায় ঝালকাঠিকে শিশু বান্ধব জেলা হিসেবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলাটিতে শিশু অধিকার সনদ বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা জানান।
unnameddd
সেভ দ্যা চিলড্রেন ও প্লান বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালিত হয়। এটি একটি জাতীয় শিশু সংগঠন, যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এনসিটিএফ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং করে থাকে এবং পরবর্তীতে তা নিয়ে পলিসি পর্যায়ে এডভোকেসী করে থাকে। ২০০৬ সন থেকে অত্র একাডেমীর সহযোগিতায় এনসিটিএফ ঝালকাঠি শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ঝালকঠি জেলায় প্রায় ৫০০ জন এনসিটিএফ সদস্য রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে শিশুদের কণ্ঠস্বর জোরালো করার লক্ষ্যে সংলাপ পরের আয়োজন করে।

মেহেদী হাসান (ইমারন)

এন.সি.টি.এফ বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।।

 

গত ১৯/১২/১৪ রোজ শুক্রবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স বগুড়া এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার প্রধান বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী। এই বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।
এনসিটিএফ বগুড়ার সাধারন সদস্যদের নিয়ে ২০১৫ সালের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এসময় এনসিটিএফ এর কার্য নির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নির্যাতনের ঘটনায় এনসিটিএফ’র জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান

গত ০৯ নভেম্বর’১৪ খ্রিঃ তারিখ রবিবার ৩.০০ মিনিটে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ব্রা‏‏হ্মণবাড়িয়ার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নীতিমালা অনুযায়ী শারীরিক শাস্তি বন্ধ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানিয়ে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুজ্জান পিপিএম (বার) কে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াস্থ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে গত ১৯/১০/২০১৪ তারিখ রবিবার দুপুরে জেএসসি মডেল টেষ্ট চলাকালে শিক্ষক সুব্রত সরকারের ছুড়ে মারা কলমে গোলাম রাব্বি নামের এক শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিও তাকে দোষী করে তদন্তের রিপোর্ট জমা দিয়েছেন । স্মারক লিপিতে তদন্ত কমিটির সুপারিশ বাস্থবায়নসহ দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় দৃষ্টান্তমূূলক শাস্তির ব্যবস্থা ও “শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে জারিকৃত প্রজ্ঞাপন: ২০১০ সচিব, শিক্ষা মন্ত্রণালয়, আদেশ: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৮” প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এসময় এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারন সম্পাদক জারিয়াতুল্লাহ খানম জারা, শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি, ফুয়াদ হাসান ওয়াসি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাইদা সানজিদা লোপা। চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পীকার সাব্বির আহম্মেদ হিমু ও ডেপুটি স্পীকার এইচ এম মু’ছিম বিল্লাহ সীমান্ত ছাড়াও জেলা ইয়্যূথ ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এনসিটিএফ শিশুদের জেলা প্রশাসক, ব্রা‏‏হ্মণবাড়িয়া শিশুদের বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা করার পরামর্শ দেয়। এবং ব্রা‏হ্মণবাড়িয়া জেলার শিশুদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসদেন।

NCTF accountability session on rights of the child holds in Rajshahi

An accountability session on the rights of the child held at Rajshahi at deputy commissioner’s conference room on September 29. National Children’s Task Force (NCTF) Rajshahi organised the session in association with district administration, Bangladesh Shishu Academy, Save the Children and Plan International Bangladesh.

Additional Deputy Commissioner SM Tuhinur Rahman, Police Super Mohammad Alangir Kabir, Districtt Education Officer Mohammad Ruhul Amin, Plan International Senior Manager Faroque Alam Khan were guests at the event. Children raised their demands on different issues on their rights to the district administration as well as civil society.

Children groups focused on some alerting issues like – early marriage, abusing in political violence, violence against  children at family and social level and abusing though drugs etc from their parts.

The guests and civil society representatives agreed with children demands and expressed their good will to stay besides children.

District Child Affairs Officer Mosharaf Hossen, NCTF President Tuhin Khan, Child Friend Committee President Sukhen Kumer Mukharji, National women award – Joyita winner Mosammat Rahima Begum, Rajshahi University academician Azmal Huda Mithu were attended while NCTF members Asma Islam and Asif Mahmood Emon hosted the accountability session. Save the Children Youth Volunteer Rasel Ahmed assisted the programme.

Prepared By Jannatul Islam Rahad, Ex NCTF Member