নীলফামারীর শিশু অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব: গত ১৪ই জানুয়ারি ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলায় আয়োজনে  অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য।  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, দৈনিক নীলদর্পন, বৈশাখী টিভি সহ আঞ্চলিক কিছু সংবাদপত্রের এবং ওয়েব পোর্টালের সাংবাদিক সমূহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি জোটের আহবায়ক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকরতা ।
সম্মেলনের শুরুতেই প্রেস নোট উপস্থাপন করেন জেলা এনসিটিএফ এর সভাপতি মোজাহিদুল হাসান। তারপর প্রশ্ন উত্তর পর্বে, এনসিটিএফ জেলা কমিটির সদস্যগন তাদের কাজের অভিজ্ঞতা, বাধা বিপত্তির কথা এবং সফলতার কথা তুলে ধরেন ।
সাংবাদিকগন আমাদের কথাগুলো সকলের সামনে তুলে ধরার আশ্বাস দেন।  শেষে, জেলা এনসিটিএফ এর সাংগাঠনিক সম্পাদক রাবেয়া খানম মিস্টি’র শুভেচ্ছা বক্তব্য দ্বারা অনুসঠানের সমাপ্তি হয়।

শিশু অধিকার বিষয়ক এনসিটিএফ এর সংবাদ সম্মেলন

শিমুল আহমেদ তরঙ্গ : বর্তমান শিশু অধিকার পরিস্থিতি  এবং অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে নরসিংদীতে সংবাদ সম্মেলন এর আয়োজন করেছে এনসিটিএফ। গত ২০ ডিসেম্বর, ২০১৫ এনসিটিএফ জেলা কার্যকরী কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা কার্যকরী কমিটির সাথে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজীব ও উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন নরসিংদী প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি মাখন দাস , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নিবারন রায়, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি সরকার আদম আলী , দৈনিক গ্রামীন দর্পন এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি বদরুল আমিন, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলার  সার্বিক শিশু অধিকার পরিস্থিতির উপর এনসিটিএফ এর তৈরী প্রেস নোটটি এসময় সাংবাদিকদের পাঠ করে শোনানো হয় । এরপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এনসিটিএফ এর যাবতীয় কাজ এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সকলের সচেতনতা বৃদ্ধির ব্যাপরে এনসিটিএফ এর পাশাপাশি মিডিয়ার আরো বেশি সহযোগিতা ও এনসিটিএফ এর পাশে থাকার ব্যাপারে আলোচনা করা হয় । এবং এর সাথে এনসিটিএফ এর সকল কাজে মিডিয়াকে পাশে পাওয়ার নিশ্চয়তাও দেন উপস্থিত সাংবাদিকবৃন্দ ।

ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

ফুয়াদ হাসান: গত ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলানায়তনে প্রায় তিন শতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ(প্রা.) হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ।

শিশু সাংবদিক মাকসুদা চৌধুরী পলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার এইচ. এম. মুতাচ্ছিম সীমান্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন এনসিটিএফ এর শিশুরা এই বয়সেই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো উন্নত দেশে পরিণত করবে।

এসময় অন্যান্যদের মধ্যে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কমিটির নতুন এবং পুরাতন সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Press conference to eliminate child rights violence

On 18 December 2015 National Children’s Task Force Tangail organized a press conference , child gathering and rally to raise awareness. Around fifty children took part in the program to stop child violence from Tangail and build it (Tangail) as a child friendly city. In the conference children discussed and highlighted child rights situation and NCTF led initiatives. Journalist from different media and civil society members were present in the event.


শিশু অধিকার বিষয়ক র‍্যালি ও সংবাদ সম্মেলন করলো এনসিটিএফ টাঙ্গাইল

কাজী ফারহানা তাসমিন : টাঙ্গাইল জেলার শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে গত ১৮ ডিসেম্বর প্রতবাদি শিশু সমাবেশ, র‍্যালি ও সংবাদ সম্মেলন এর আয়োজন করে জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।প্রায় ৫০ জন শিশু নিয়ে সকাল ১০:৩০ মিনিটে জেলা এনসিটিএফ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে জেলা পরিষদ ঘুরে জেলা এনসিটিএফ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় শিশুদের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শফিকুল ইসলাম,এনসিটিএফ উপদেষ্টা কমিটি , জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ । র‍্যালি চলাকালীন সময়ে তারা শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিভিন্ন  স্লোগান দেয়।

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

এরপর জেলা শিশুএকাডেমীপ্রাঙ্গনে শিশু অধিকার পর্যবেক্ষণ এর উপর বিশেষ সংবাদ সম্মেলন এর আয়োজন করে এনসিটিএফ সদস্যরা। এসময় সেখানে সুশিল সমাজ এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় গনমাধ্যম এর সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন এ শিশু গবেষকদের পেপার কাটিং এবং সংগ্রহীত সংবাদ এর ভিত্তিতে তৈরী প্রতিবেদন পাঠ করে শোনানো হয় । এরপর শুরু হয় প্রতিবেদন এর উপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব এবং আলোচনা।  এসময় জেলার সার্বিক শিশু অধিকার পরিস্থিতি আলোচনার মাধ্যমে শিশুদের সমস্যা কথা উল্লেখ করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ সংবাদপত্রের সংবাদে শিশুদের বিভিন্ন সমস্যা যেমন শিশুদের মাদকাসক্তি, শিশু পাচার,বাল্য বিবাহ, গবেষণা, শিশু শ্রম, শিশু নির্যাতন, গাইডিং, ইভটিজিং, বাজেট, নিরাপত্তা, বিনোদন ইত্যাদি কথা উল্লেখ করেন।এ সময় এন সি টি এফ,টাংগাইলের সভাপতি  কাজী ফারহানা তাসমিন প্রেস নোট পড়েন। জেলায় নেই শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা। মাতৃ দেয়ালের চারপাশে লেখা পড়ার প্রতিযোগিতায় থাকতে হয়। তাই সকল শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স টাংগাইলসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ এগিয়ে যাওয়ার এবং টাংগাইল জেলাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার  প্রত্যয় ব্যক্ত করেন ।

ছবি সংগ্রহে : ফাহিম সাদমান

 

No More Child Violence

“No more violence only Protest” with this motto National Children’s Task Force organized a gathering and rally on 17 December 2015. Through these initiatives children began a protest to eliminate child violence from local level.


নওগাঁয় শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

শরিফ সিকদার :“আর নয় শিশু নির্যাতন, এবার শুধুই প্রতিরোধ”  এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ জেলার শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,নওগাঁ হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কেডি মোড়, মুক্তির মোড়, বাটার মোড় ও সোনার পট্টি হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর উপদেষ্টা মন্ডলীয় সদস্য জানাব শরিফুল ইসলাম খান,  কায়েস উদ্দিন ও  শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম।এছাড়াও এনসিটিএফ নওগাঁর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ  সাবেক কমিটির সভাপতি আনিকা বুশরা এবং ডিভি মোঃ শরিফ সিকদার শাহিন উপস্থিত ছিলেন।

Winter cloth distribution among children

NCTF distributed winter cloth among fifty disadvantage childrens on 15 December in Khulna district. This self initiated activity aim to support disadvantage children. Dr. Masud, Professor,Khulna University of Engineering and Technology attended as a chief guest this child led event.


অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এনসিটিএফ এর শীতবস্ত্র বিতরণ

123

১৬ ডিসেম্বর ২০১৫ বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে খুলনা এনসিটিএফ, বাংলাদেশ শিশু একাডেমী ও  রুপান্তর এর সহযোগীতায় পথ শিশুদের সাথে বিজয়ের আনন্দ বিনিময় ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। সভাপতিত্ত্ব করেন রকিবুল ইসলাম, সভাপতি এনসিটিএফ, খুলনা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খুলনা এনসিটিএফ সুনামের সহিত খুলনার শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। পরবর্তিতে তিনি বলেন এনসিটিএফ যাতে আরো ভাল কাজ করতে পারে তার প্রত্যয় ব্যক্ত করেন।

বড়দের সাথে মতবিনিময় সভায় পাবনা এনসিটিএফ এর শিশুরা

গত ২৮ জুন এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজী আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা), পাবনা। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মতিউর রহমান শাহ, বিশিষ্ট প্রবীন সাংবাদিক- আব্দুল মতিন খান, মোঃ আশরাফুজ্জামান- ট্রেড ইন্সট্রাক্টর (শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা) এবং প্রাক্তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন- এনসিটিএফ এর সভাপতি রিয়াদ মাহফুজ। মতবিনিময় সভায় এনসিটিএফ পাবনা জেলার কার্যনির্বাহী কমিটিসহ ২৫ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পাবনা জেলায় বর্তমানে শিশুদের নিয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে শিশুরা। তবে সকল সমস্যায় সমাধান করার আশ্বাস দেওয়া হয় জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে। পাবনা মানসিক হাসপাতালে আলাদা করে শিশুদের জন্য ওয়ার্ড, হরিজন কলোনিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, পাবনায় আরেকটি শিশু পার্কের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, মাদকের বিরুদ্ধে আরো মনিটরিং বাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে আশ্বাস দেন। আগামীতে এনসিটিএফ কে আরো বেশি সামনে দেখতে চায় জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয় তাঁর একান্ত বক্তব্যে বলেন- এনসিটিএফ পাবনাকে আরো অনেক সামনে দেখতে চাই। শুধু জেলা সদরে নয় উপজেলা পর্যায়ে এনসিটিএফ গেলে শিশু অধিকার বাস্তবায়নের মূখ্য ভূমিকা পালন করবে। এই ধরনের আয়োজনে উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

শিশু আনন্দ মেলায় এনসিটিএফ মেহেরপুর

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরী চত্বরে ২ দিন ব্যাপি শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়।উক্ত মেলায় এনসিটিএফ মেহেরপুরের সদস্যবৃন্দ স্টল  এ অংশগ্রহন করে।

মেলা উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সিদ্দিকুর রহমান এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন।

এনসিটিএফ মেহেরপুর এর জন্য বরাদ্দকৃত স্টলে জেলার জেলা, উপজেলা ও ইউনিয়ন এর সদস্যবৃন্দ অংশগ্রহন করে। সুন্দর জাকজমকপূর্ণভাবে তারা স্টলকে সাজিয়ে তোলে। অন্যান্য স্টলের তুলনায় এনসিটিএফ এর স্টলে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সেখানে এনসিটিএফ মেহেরপুরের প্রকাশিত শিশু চিত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

29 NCTF School Committee has been formed at Savar,Dhaka.

Istiaque Ahmed Shawon : In January 2015, 29 new school committee has been formed in secondary school level at Savar,Dhaka. Which added near about 3000 new members in NCTF family. Every school committee has elected their executive committee through the election as per the NCTF constitution. Students are very much excited about NCTF and its activities. These committees will specially work to monitoring the WASH situation at their school through ICT. They will also perform like any other NCTF district committee. Teachers are also glad to see that their students are getting opportunities to form a club in their school and going to raise their voice. Some of the school committee’s members said they are happy to think that they will do advocacy on Child rights. They will contribute to establish child rights and monitoring child rights situation at their school and community level as well as children. Some of the school executive committee already took the decision to publish wall magazine, newsletter in their school. Some are planning to arrange cricket and football match in their school.

জয়পুরহাটের এনসিটিএফের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং ওয়ার্ল্ড ভিশন এডিপির সংঙ্গে প্রেস কনফারেন্স।

এনসিটিএফ জয়পুরহাটের উদ্যোগে ২০জন অসহায় ব্যাক্তি ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র প্রদানে ১ম ধাপে সন্ধ্যার পর এক অনুসন্ধানের জয়পুরহাট রেলওয়ের আশে পাশে যারা কষ্টে ঘুমায় তাদেরকে শীত বস্ত্র গায়ে জড়ায় দেওয়া হয়। শীত বস্ত্র সংগ্রহে সহযোগিতা করেন এনসিটিএফ বন্ধু কমিটির কয়েকজন সদস্য।

ওয়ার্ল্ড ভিশন এডিপি জয়পুরহাটের সংঙ্গে এনসিটিএফ জয়পুরহাট মিলিত হয়ে গত ২৩ শে জানুয়ারি “শিশুদের বাজেট ভাবনা” প্রেস কনফারেন্সে শিশুদের বাজেট দাবি করে। ওয়ার্ল্ড ভিশনের এই ক্ষেত্রে বাজেট ছিলো ১৫,০০০ টাকা।

20150131182126 IMG_20150131546IMG_20150131971