পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের মঞ্চনাটক

IMG_20150415_175539 IMG_20150415_175241

গত ১৪ এপ্রিল ২০১৪ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুর একটি মঞ্চনাটক মঞ্চায়ন করে । এতে এনসিটিএফ কার্যকরী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করে। নাটকে জেলা প্রশাসক রাম চন্দ্র বিশ্বাস, জেলা শিশু কর্মকর্তা শাহীন উদ্দিন সহ অন্যান্য লোকজনও উপস্হিত ছিলেন।নাটকটির মুল প্রতিপাদ্য বিষয় ছিলো শিশুকিশোর দের মাঝে অপসংস্কৃতির  আগ্রাসন এবং বাঙ্গালী ঐতিহ্যের প্রতি অনাগ্রহ।

কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশুদের মাধ্যমে শিশু সাংবাদিকতা ও আইসিটি প্রশিক্ষণ প্রদান।

১৩ ই ফেব্রুয়ারী ২০১৫ অনুষ্ঠিত হলো শিশুদের মাধ্যমে শিশুদের মাঝে শিশু সাংবাদিকতার এবং ইনফরমশেন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে এন.সি.টি.এফ. এর শিশুরা। এনসিটিএফ কুষ্টিয়া জেলার নিজিস্ব উদ্যোগে এনসিটিএফ এর সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলা শাখাতে এই প্রশিক্ষণটি দেওয়া হয়।

শিশু সাংবাদিকতার উপর শিশুদের মাঝে ধারনা দেওয়া হয় এবং রিপোর্ট লেখা শেখানো হয়। তাছাড়াও আইসিটি উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আইসিটি প্রশিক্ষণে কম্পিউটার পরিচিতি ও ব্যাবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেল, ফেসবুক ব্যবহার এবং শিশুতোষ ওয়েবপোর্টাল (www.nctfbd.org) এর ব্যাবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।U1

উল্লেখ্য যে, এনসিটিএফ বাংলাদেশ সরকারের পাশাপাশি জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তোবায়িত কারার জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণদেয় কুষ্টিয়া জেলার এনসিটিএফ এর সভাপতি এবং বাংলাদেশের সেরা শিশু পত্রিকা সবুজ-বার্তার সহ-সম্পাদক মোঃমুসাব্বির হোসেন ও কুষ্টিয়া জেলার এনসিটিএফ এর শিশু সাংবাদিক, আমাদের খবরের বিভাগীয় প্রধান এবং ইচ্ছে মিডিয়ার যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদ হাসান সৃষ্টি ।

তাছাড়া উপস্থিত ছিলেন শিশু সাংবাদিক যুথিকা রানি দাশ, শিশু গবেষক আসিফ খন্দকার, সহ-সভাপতি আরিফুল ইসলাম, কার্য-নির্বাহি কমিটির সদস্য শাকিল ইসলাম, আজমাইন মাহমুদ শুভ্র সহ এনসিটিএফ এর সাধারণ সদস্য মীম, প্রিতী, শিশির, শোভন সহ আরো অনেকে।

ঢাকায় অনুষ্ঠিত হল ”শিশুদের জন্য কেমন বাজেট চাই?” শীর্ষক কর্মশালা

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোরস (এনসিটিএফ) ঢাকা জেলার শিশু সদস্য এবং উপদেষ্টাদের অংশগ্রহনে  ৩ জানুয়ারি,শনিবার মিরপুর বাংলা হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ”শিশুদের জন্য কেমন বাজেট চাই?” শীর্ষক কর্মশালা। সেভ দ্যা চিলড্রেন এবং সিএসাআইডি এর আয়োজনে কর্মশালায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা জেলা।

এনসিটিএফ ঢাকা জেলার ৩০ জন শিশু সদস্য এবং ২০ জন উপদেষ্টা সহ প্রায় অর্ধশত অংশগ্রনকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিশুদের জন্য যেমন বাজেট হওয়া উচিত এবং সে বিষয়ে তাদের মতামত তুলে ধরে। কর্মশালাটি পরিচালনা এবং বাজেট বিষয়ক ধারনা প্রদান করেন শহীদ উল্লাহ্‌। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা মীর রেজাউল করিম।

 

 

Pre-Child Parliament Session Begins

The preparatory session of the Child Parliament -2014 started at a local training center in Savar on Thursday. Child Parliament is the advocacy wing of child rights organization National Children Task Force (NCTF) patronized by Bangladesh Shishu Academy and some other Non Government Organisations (NGO). A total of 84 elected Child Parliament Members attended the session representing 64 districts and 20 marginalized areas of the country. The primer session of the Child Parliament will be held at LGED Bhaban on December 21 in the capital.

Shared from Daily Observer

http://www.observerbd.com/2014/12/19/61578.php

http://goo.gl/so7J4i

চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতি কর্মশালা

চাইল্ড পার্লামেন্টের ১২তম অধিবেশনের প্রস্তুতিমূলক কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সাভারের স্থানীয় একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় ‘বাল্য বিবাহ শিশুর শিক্ষা এবং সুরক্ষার অন্তরায়।’ প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুর সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলার ও ১৬টি বিশেষ অঞ্চলের নির্বাচিত সদস্যরা উপস্থিত আছে। চাইল্ড পার্লামেন্টের ১২তম অধিবেশন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর এলজিইডি ভবনের মিলনায়তনে।
অধিবেশনের প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার অ্যাড মো: ফজলে রাব্বী মিয়া (এম.পি) এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

http://hello.bdnews24.com/news/article7075.bdnews