মুজিবনগর উপজেলা এনসিটিএফ এর আয়োজনে গণ-শুনানী অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক সংলাপ আয়োজন করা হয়। গত ২০ই জুন মুজিবনগর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত শিশু সংলাপ এ সভাপতিত্ব করেন উপজেলা এনসিটিএফ কমিটির সভাপতি রাকিব। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর  উপজেলা চেয়ারম্যান জনাব  জিয়াউদ্দিন বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুল আলম, উপজেলা পরিষদ এর বিভিন্ন সদস্য,  অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,  সমাজসেবা কর্মকর্তা, থানার নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় শিক্ষক, সিসিজি, সিবিও, সাংবাদিক, এনজিও কর্মী সহ প্রায় শতাধিক অংশগ্রহনকারী। শিশুরা উপজেলার শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং তথ্য অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন এবং শিশুর অংশগ্রহন বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন যোগ্য দিক এবং তার সমাধানে অতিথিদের মাঝে সুপারিশ উত্থাপন করে। শিশুদের উত্থাপিত বিষয়ের আলোকে উপজেলার সম্মানিত চেয়ারম্যান শিশুদের ভুয়সী প্রসংশা করেন এবং শিশুদের দাবির সাথে সহমত পোষন করে উপজেলার দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তাদের তড়িৎ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এছাড়াও সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে শিশুদের উত্থাপিত উন্নয়নযোগ্য দিক এবং সুপারিশমালা সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের ব্যপারে পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন “মুজিবনগর উপজেলার শিশুদের সমস্যা শুধু এ উপজেলার সমস্যা নয়, রাষ্ট্রের এবং সমগ্র বিশ্বেরও সমস্যা বটে। জাতিসংঘের প্রনীত শিশু অধিকার সনদ এর মানদন্ডে শিশু বান্ধব উপজেলা গঠনে প্রত্যেককে অঙ্গীকারবদ্ধ হতে হবে।”  অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা এবং তথ্য বিষয়ক কর্মকর্তা তাদের অবস্থান থেকে শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে। আয়োজনে অন্যান্যদের মধ্যে পলাশীপাড়া সমাজ কল্যান সংস্থার প্রকল্প পরিচালক জনাব সাইফুল ইসলাম এবং সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য প্রকল্পের ডেপুটি ম্যানেজার জনাব ইমরান হোসেন এনসিটিএফ এর আগামীর পথচলায় ইতিবাচক বক্তব্য প্রদান করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ জানিয়ে আয়োজন এর সমাপ্তি ঘোষনা করেন।