ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধণা এবং মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের বার্তা প্রদান

অদ্য ১০ ই জুন, ২০১৯ তারিখে ন্যাশানাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর আয়োজনে ৭ শত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা এবং মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়, সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন জেলা শিশুবান্ধব প্লাটফর্ম এর সভাপতি, সমাজ সেবায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদক প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা জনাব আল মামুন সরকার, উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডঃ ডিউক চৌধুরী, এএসপি মহোদয়, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার ম্যামসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয় এর শিক্ষকবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম প্রত্যাশাসহ এনসিটিএফ এর সকল সদস্য ও উপদেষ্টাবৃন্দ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি এই অঙ্গীকার করানো হয় যে তারা কখনো বাল্যবিবাহ ও মাদককে আশ্রয় দিবে না এবং সব সময় তা প্রতিরোধে সচেষ্ট থাকবেন। প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় এমপি স্যার সকল শিশুদের মানুষের মতো মানুষ হতে, নিজেদের সৎ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তুলতে এবং সকল প্রকার অন্যায়ের এর বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা জাগ্রত করতে বলেন। শিক্ষার্থী এবং অতিথিদের সহযোগিতায় এনসিটিএফ কর্তৃক আয়োজিত এই মনোরম অনুষ্ঠান খুবই সুন্দরভাবে সমাপ্ত হয়।