জাতীয় বাজেট নিয়ে শিশুদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা

গত ২৩-০৫-২০১৯ অর্থ মন্ত্রানালয়ের আয়োজনে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বাজেট ২০১৯-২০ কে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সারা দেশের ৩ হাজার ৬২৬ শিশুর বাজেট ভাবনা ও চাহিদাগুলো সংগ্রহ করে। সেখানে শিশুরা বলে, তারা বাজেটে সরকারের পরিকল্পনার প্রতিফলন দেখতে চায়।
মতবিনিময় সভায় অংশ নেয় সারা দেশ থেকে শিশুদের প্রতিনিধিত্বকারী ২৬ শিশু। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বেগম রুবীনা আমীন, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান; উপসচিব খুরশীদ আলম; সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন; উপপরিচালক, গভর্ন্যান্স ও পাবলিক ফাইন্যান্স, আশিক ইকবাল এবং অন্য কর্মীরা।