কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা মঙ্গলবার কুড়িগ্রাম জেলা শিশু একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারি পরিচালক) কেএম মেহেদী হাসান। 
জেলা এনসিটিএফ’র সভাপতি হাসানাত আলিমুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএমএ বকর, সহকারি তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়া, আরডিআরএস’র প্রতিনিধি আব্দুল মমিন হোসেন প্রমুখ।
শিশু গবেষক ফারজানা ফেরদৌসীর সঞ্চালনায় সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা ও যুগ্মসাধারণ সম্পাদক এবিএম বায়েজিদ।
সাধারণ সভায় এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিবীক্ষণে আগামি এক বছরের বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রস্তুত করেন।