শরীয়তপুর এনসিটিএফ এর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর জেলার আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এডভোকেসী, নিউজলেটার প্রকাশনা, লিডারশিপ, ইনক্লুশন ও এনসিটিএফ ওপারেশন বিষয়ক প্রশিক্ষনের প্রশিক্ষণ সম্পন্ন। ১৩ ও ১৪ ই ডিসেম্বর ২০১৮ এর দুইদিন ব্যাপী প্রশিক্ষণে জেলা কার্যনির্বাহী কমিটির এনসিটিএফ সদস্য অংশগ্রহন করে।

আয়োজনটির উদ্বোধন করেন জেলা রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক — শহীদুল ইসলাম পাইলট। সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল কর্তৃক উক্ত বিষয়ের উপর প্রশিক্ষক আসিফ ইকবাল প্রশিক্ষনটিতে ফ্যাসিলিটেটর ও নাজমুন নাহার ডালিয়া সহকারী ফ্যাসিলিটেটর এর দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালাটির প্রথম দিনে একাধিক সেশনে শিশু অধিকার, শিশু অধিকার সনদ, শিশু অধিকার সনদের মূলনীতি, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুর উত্তম অংশগ্রহন, লিডারশিপ, এডভোকেসী, এনসিটিএফ অপারেশন এবং দ্বিতীয় দিনে সাংবাদিকতা, নিউজলেটার প্রকাশনা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, ট্যাব এর মাধ্যমে তথ্য সংগ্রহ, শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় গল্প লেখা, এনসিটিএফ এর ওয়েব সাইট বিষয়ক ধারনা সহ গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও গেমের মাধ্যমে অংশগ্রহনকারীদের অনুশীলন করানো হয়।

অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণটিতে অংশগ্রহন করে।

দুই দিন ব্যাপী প্রশিক্ষণের মূল্যায়ন পর্বের পর ফ্যাসিলিটেটর ও অতিথিদের মাধ্যমে প্রশিক্ষণ এর প্রশিক্ষনার্থীদের অংশগ্রহন এর জন্য শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘোষনা করেন।

শুভ ঘোষ
শিশু সাংবাদিক
এনসিটিএফ, শরীয়তপুর।