গাইবান্ধায় জেলা শিক্ষা অফিসারের সাথে এনসিটিএফ সদস্যদের সাক্ষাত

১৩-০৫-১৮ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে এনসিটিএফ সদস্যরা জেলা শিক্ষা অফিসারকে এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে তাকে এনসিটিএফ এর মুখপত্র ও সহায়িকা বই প্রদান করা হয়। তিনি শিশুদের এই কার্যক্রমকে আরো প্রসারিত করার গুরুত্বারোপ করেন এবং এনসিটিএফ কে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি এনসিটিএফ এর কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, চাইল্ড পার্লামেন্ট সদস্য তনিমা হাবিব রুম্পা, কার্যনির্বাহী সদস্য মনিরা মনি, জিশা ও জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান।

এনসিটিএফ জয়পুরহাট জেলার মাসিক সভা অনুষ্ঠিত

২৮-০৪-১৮ইং তারিখে এনসিটিএফ জয়পুরহাট জেলার মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ জয়পুরহাট জেলার সভাপতি এম এম রাফসান জানী সৌরভ। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সংগঠক উমা রানী দাস, সেন্ট্রাল ইয়োথ ভলান্টিয়ার (সিওয়াইভি) আনিকা বুসরা এবং এনসিটিএফ এর অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা। উক্ত সভায় সভাপতি সকল কার্যনির্বাহী সদস্যদের মাঝে এনসিটিএফ সহায়িকা বিতরণ করেন এবং সহায়িকার বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।

এনসিটিএফ আমঝুপি ইউনিয়ন কার্যানর্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৬ মে ২০১৮ তারিখে আমঝুপি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনসিটিএফ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কার্যানর্বাহী কমিটির নির্বাচন অনষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ইউনিয়নের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ কৈশর কেন্দ্র থেকে মোট ৩০ জন শিশু উপস্থিত ছিলো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সভাপতিত্বে নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। উপস্থিত সকল শিশুর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সভাপতি হিসাবে নির্বাচিত হয় মোছাঃ সুরোভী খাতুন সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয় সোহানুর রহমান। উক্ত নির্বাচনী অনুষ্ঠানে জেলা এনসিটিএফ কার্যনিবাহী কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরাব হোসেন (সভাপতি) এবং কানন আহমেদ (শিশু গবেষক)। সবশেষে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়।
উক্ত নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন হাসান মাহমুদ, তপনবালা সুজা।