চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে টিকিট কাউন্টার একটি ভোগান্তীতে রোগীরা

২৯ মে মঙ্গলবার সকাল ১০টা এনসিটিএফ সদস্যরা জেলার সদর হাসপাতালে পরিদর্শনে যায়। এসময় এনসিটিএফ জেলা কমিটি আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। নবজাতক ওয়ার্ডের পরিদর্শন কালে জানা যায় যে বেশির ভাগ নবজাতক মাদের বয়স ১২ থেকে ১৫ বছর। এছাড়াও অল্প বয়সে মা হবার ফলে শিশু ও মায়েদের মধ্যে রক্ত ও পুষ্টি সল্পতা দেখা দেয়। হাসপাতালটির পরিবেশ তুলনামূলক ভালো ছিল। শিশু, মহিলা কিংবা পুরুষদের জন্য আলাদা কোন টিকিট সরবরাহের ব্যবস্থা নেই। সবার জন্য একটি মাত্র টিকিট কাউন্টার। যার কারনে সেবা নিতে আসা রোগীদের ঘন্টার পর ঘন্টা একটি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। পড়তে হয় নানা ভোগান্তিতে। সবচেয়ে বেশি কষ্ট হয় সেবা নিতে আসা শিশু এবং নারীদের। সেবা নিতে আসা শিশু এবং বড়দের সাথে কথা বললে তারা জানান শিশু, নারী এবং পুরুষদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকলে ভাল হতো। হাসপাতালটিতে অবস্থানরত শিশু বিশেষজ্ঞ -ডা: আবুল কাশেম জানান, বেশির ভাগ শিশুই শারীরিক দুর্বলতা ও অপুষ্টিতে ভুগছে। এর প্রধান কারণ হচ্ছে মায়ের বয়সের অকালপক্বতা। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে যেন আমরা সক্ষম হতে পারি এনসিটিএফ এর প্রতি আহবান জানিয়েছেন।