হাজারো সমস্যায় জরজড়িত কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজশাহী মহানগরীর জেলা কারাগারের পাশে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন হাজারো সমস্যায় জরজড়িত। গত ২৯ মার্চ এনসিটিএফ রাজশাহী কারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে উঠে বিদ্যালয়ের নানা সমস্যা। স্কুলে মাত্র দুইটি টয়লেট। যেটির একটি ব্যবহার করেন শিক্ষকমন্ডলী অন্যটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করছে। নেই নিরাপত্তা প্রাচীর। দীর্ঘ দিন নলকূপের সদস্যা থাকায় শিক্ষার্থীরা খেতে পারছে না বিশুদ্ধ পানি। বিনোদনের জন্য পর্যাপ্ত খেলার উপকরণ নেই স্কুলটিতে। প্রাথমিক চিকিৎসা দেবার কোন ব্যবস্থা নেই। আছে বেঞ্চের সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো নিয়ে এনসিটিএফ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এর সাথে কথা বললে তিনি জানান এনসিটিএফ এর তথ্যগুলো নিয়ে জেলা প্রশাসনের সাথে দেখা করবেন। এছাড়া এনসিটিএফ উক্ত সমস্যাগুলো খুব দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসনের সাথে দেখা করবে। পরিদর্শনকালে এনসিটিএফ এর নব-নিবাচিত কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।