রানা প্লাজায় নিহত শ্রমিকের সন্তানদের অংশগ্রহনে এনসিটিএফ গাইবান্ধা এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে রচনা, চিত্রাংকন, কবিতা-আবৃত্তি, দেশের গান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অরকা হোমস্ ও হোসেনপুর মুসলিম একাডেমীতে এ প্রতিযোগিতা সমূহের আয়োজন করে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটি।
২০১৪ সালে ঢাকার সাভারের রানা প্লাজায় নিহত বিভিন্ন জেলার শ্রমিকদের সন্তান যারা রাজশাহী ওল্ড ক্যাডেট এ্যাসোসিয়েশন (অরকা) এর পরিচালিত অরকা হোমস্ এ অবস্থান ও পড়ালেখা করে। তাদের অংশগ্রহনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্লাসে অধ্যায়নরত অরকা হোমস্ এর ৪০ জন নিবাসী ছাত্র ও ছাত্রী এতে অংশগ্রহন করে।
পরে এনসিটিএফ সহ-সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অরকা হোমস্ এর পরিচালক মো. জাহিদুল ইসলাম অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এনসিটিএফ গাইবান্ধা এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ারদ্বয় এসময় উপস্থিত ছিলেন।