গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহক কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
গত ১৬ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা শাখা। এতে সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, গাইবান্ধা ও বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র পাল, জেলা প্রশাসক, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুকুর রহমান খালেদ বিপিএম, পুলিশ সুপার, গাইবান্ধা, এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, মেয়র, গাইবান্ধা পৌরসভা, মোছাঃ রোখছানা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গাইবান্ধা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, সহকারী পরিচালক (সমাজ সেবা অফিস) মুস্তারী আক্তার জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বাসসের জেলা প্রতিনিধি সরকার মো.শহীদুজ্জামান, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত।

সভায় শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকদের নিকট তাদের বিভিন্ন সমস্যার কথ তুলে ধরেন। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন এনসিটিএফ সভাপতি জান্নাতুল মাওয়া, সাধারন সম্পাদক মশিউর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।

এ সময় উপিস্থিত কর্মকর্তারা শিশুদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহন করে।