এনসিটিএফ শেরপুর জেলার হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন

০৯ই জানুয়ারি রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে যায়। জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৪ টি বেড আছে এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৬টি বেড রয়েছে । তবে এই বেডের অবস্থা অত্যন্ত শোচনীয় । হাসপাতালে রোগীদের নার্সেরা ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন। রোগীদের মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন। কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে । তাই  বিষয়টি কিছু নার্সেদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন এটাই এই হাসপাতালের নিয়ম যে, ডাক্তার শুধু একবারই আসবেন। পরিশেষে একজন মেডিকেল অফিসারকে এইসব বিষয় এবং নিচে বেডের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি কিন্তু রোগী ভর্তি আছে প্রায় ২৫০জন ।তিনি আরও বলেন যে হাসপাতালে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ঠ এবং সেটি তৈরি হয়ে গেলে আর এই সমস্যা গুলো থাকবে না। পরিশেষে বিষয়টি সঠিক গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।