সম্পন্ন হলো এক চিলতে হাসি

মোবারক হোসেন : ৩ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ নরসিংদী কর্তৃক আয়োজিত হতদরিদ্র এবং পথশিশুদের নিয়ে ঈদ ইভেন্ট- “এক চিলতে হাঁসি ৪ “। টানা ৪র্থ বারের মতন জেলা কমিটির সদস্যদের আয়োজনে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ৩ জুলাই রোজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় নরসিংদী এনসিটিএফ টিম এবার ৩০ জন শিশুর মুখে হাসি ফোটাতে সমর্থ হয়। 

মেহেদী উৎসব

মেহেদী উৎসব

অনুষ্ঠানটিকে ৩ টি ভাগে বিভক্ত করা হয়। প্রথমে সকল শিশুদের হাতে ঈদ মেহেদী পরিয়ে দেওয়া হয় এরপর শিশুদের মাঝে নতুন ঈদ জামা বিতরন করা হয়। সবশেষে শিশুদের ঈদ সালামি দেওয়া হয়। এসময় সেখানে জেলা কার্যকরী কমিটির সাথে উপস্থিত ছিলো এনসিটিএফ উপদেষ্টা কমিটি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে সহযোগীতা করে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ এর এনসিটিএফ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।