নরসিংদী এনসিটিএফ এর দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : গত ৩১ মার্চ নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেলো এনসিটিএফ জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন এবং বার্ষিক সাধারন সভা। এরই মাধ্যমে জেলা কার্যকরী কমিটিতে আসলো নতুন কিছু মুখ যারা আগামী ২ বছর নরসিংদী জেলার শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এনসিটিএফ একটি জাতীয় পর্যায়ের এবং বাংলাদেশের সর্ব বৃহৎ  শিশু সংগঠন। প্রতিটি জেলায় যার ১১জন সদস্য বিশিষ্ট জেলা কার্যকরী কমিটি রয়েছে। শিশুদের মাঝেও গনতান্ত্রিক ধারা ও মূল্যবোধ অক্ষুন্ন রাখতে প্রতি ২ বছর অন্তর জেলা কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ১৩-১৬ বছরের শিশুরা অংশগ্রহন করতে পারে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে গত ৩১ মার্চ নরসিংদীতে জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচন ও সভায় এনসিটিএফ সাধারন সদস্যদের  সাথে অংশগ্রহন করে নরসিংদী আইডিয়াল স্কুল, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ইউএমসি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ সাব কমিটির সদস্যগন। এছাড়াও অংশগ্রহন করে প্রাক্তন জেলা কমিটি।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজীব। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু সাংবাদিক এবং এনসিটিএফ এডিটরিয়াল টিম এর সদস্য শিমুল আহমেদ (তরঙ্গ)। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম।

**ছবি : শাহাদাত হোসেন ( সাধারন সম্পাদক , এনসিটিএফ নরসিংদী)

সম্পাদনা সহযোগীতায় : সামিয়া নিজাম ( চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ নরসিংদী)