সাম্প্রতিক শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজারের মৌন প্রতিকী অবস্থান

শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজার এর আহ্বানে শিশুদের মৌন প্রতিকী অবস্থান।
সারা দেশের মানুষের সাতে একাত্ততা করে শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিশুদের মৌন প্রতিকী অবস্থান কর্মসূচী পালন করেছে কক্সবাজার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর শিশুরা। গত ১০ আগস্ট রোজ সোমবার সকাল  ১১.০০ ঘটিকায় শিশু হত্যা ও নির্যাতনের বিভিন্ন শ্লোগান “শিশু হত্যার বিচার চাই, শিশুদের সর্বোচ্চা নিরাপত্তা নিশ্চিত করুন” এমন অনেক পোষ্টার নিয়ে শিশুরা কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান নেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা অবস্থান কর্মসূচীতে শিশুরা তাদের পোষ্টার লিখনির মাধ্যমে এসব শিশু হত্যা ও নির্যাতনের গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাথে তারা এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং কর্মস্থলসহ সকল স্তরে শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
এনসিটিএফ কর্তৃক আয়োজিত উক্ত মৌন প্রতিবাদ কর্মসূচিতে এনসিটিএফ, কর্মজীবী, ওর্য়াল্ড ভিশন, ককসবাজার ক্রিকেট একাডেমিসহ সকল স্তরের প্রায় শতাধিক শিশু এবং অসংখ্য সচেতন অভিভাবক অংশগ্রহন করে।

“মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয়” শীর্ষক একটি সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত

সুমন খানঃ গত ০৫ আগস্ট ২০১৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয়’ শীর্ষক একটি সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডায় অংশগ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান, জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আসলাম হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ রমজান আলী, সকল উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ,পুলিশ সুপারের প্রতিনিধি, আনসার ও ভিডিপি প্রতিনিধি, জনাব মমিন উদ্দিন খান, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা মৎস্য কর্মকর্তা,সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি, জেলা রেজিস্ট্রার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সিংগাইর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান, অধ্যক্ষ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ, বিভিন্ন শিক্ষা প্রত্ষ্ঠিানের শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়াম্যান প্রতিনিধি, কাজীদের প্রতিনিধি ও হিন্দু বিবাহ নিবন্ধক প্রতিনিধি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আড্ডার শুরুতেই মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় নির্মিতি ‘কুসুমের আত্মকথন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অতঃপর বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টেশনের পর অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান ভিডিও কনফানেন্সের মাধ্যমে যুক্ত হন। উপস্থিত সদস্যদের সাথে পর্ব শেষে তিনি সোস্যাল মিডিয়া আড্ডা ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আড্ডায় উপস্থিত সদস্যবৃন্দের অনেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন। তারা মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধের বিষয়ে সোস্যাল মিডিয়া আয়োজনের জন্য জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং এটি মানিকগঞ্জ জেলায় এক অনন্য নজির স্থাপন করল মর্মে মতামত ব্যক্ত করেন।উপস্থিত সদস্যবৃন্দ বাল্যবিবাহ নিরোধের জন্য আইনের সংশোধন ও কঠোর প্রয়োগ, গণসচেতনতা, নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা, প্রতি ওয়ার্ডে কমিটি গঠন,ব্যপক প্রচার, বিয়ের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ, যথাযথভাবে বিবাহ রেজিস্ট্রেশন করা, বিয়ের পূর্বে বয়স যাচাই, কাজীদের দায়িত্বশীল ভূমিকা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

আড্ডায় জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস বাল্যবিবাহের তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর সুপারিশ প্রদান করেন এবং এ বিষয়ে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধ আন্দোলন শুরু করার ঘোষণা প্রদান করেন।
Sumon Khan, child journalist
Nctf manikganj.

সাভার উপজেলা কমিটি, জাতীয় ও স্থানীয় সাংবাদিক এবং শিশু অধিকারকর্মীদের কর্মশালা

৬ আগস্ট ২০১৫ ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও ভিলেজ এডুকেশন ও রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ‘আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্পের আওতায় সাভারস্থ ভার্ক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ও স্থানীয় সাংবাদিক, শিশু অধিকারকর্মী এবং শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফের সাভার উপজেলা কমিটি ও স্কুল কমিটি আইসিটিকে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে ওয়াশ (নিরাপদ পানিও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন) ব্যবস্থার মনিটরিং করে তা তুলে ধরবে। অংশগ্রহণকারী শিশুরা  স্কুলের ‘ওয়াশ’ পরিস্থিতি নিয়ে তাদের মতামত দিবে।

উক্ত কর্মশালায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশনের তথ্য সংগ্রহের জন্য তৈরীকৃত অ্যাপ্স উপস্থাপন করা হবে।

উক্ত কর্মশালায় স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থসচেতনতা এবং এ সম্পর্কিত ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাকিরা খিভাবে পরামর্শকের ভূমিকা পালন করবেন? সংবাদের গুণগত মান উন্নয়নে তাদের ভূমিকা কি হবে? এ বিষয়ে একটি নেটওয়ার্ক স্থাপনে স্থানীয়, জাতীয় পর্যায়ের সাংবাদিক, শিশু অধিকার কর্মী এবং এনিিসটিএফের করণীয় বিষয়সমূহ আলোচনা করা হবে।

উল্লেখ্য, সাভার উপজেলার ৩০ টি স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে স্কুল কমিটির সভাপতিদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ সাভার উপজেলা কমিটি গঠন করা হয়। আর এক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতায় ভার্ক, সিএসআইডি, এমএমসি, এমপাওয়ার  সোসাল এন্টারপ্রাইজ এবং শিশু সংগঠন এনসিটিএফ এর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু সংগঠন এনসিটিএফের সাথে পার্টনারশীপ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লক্ষিত স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়ন করা। যা পরবর্তীতে পুরো বাংলাদেশে বাস্তবায়নের উপযোগী হবে।

এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ গত ২ আগস্ট (রবিবার) দুপুর ২.৩০ মিনিটে এন.সি.টি.এফ কুষ্টিয়ার সচিবালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । এই সভায় এন.সি.টি.এফ. এর নতুন সদস্যদের(কলকাকোলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ) সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করা হয় । এন.সি.টি.এফ. এর কমিটি এবং নতুন সদস্যরা বার্ষিক কর্ম-পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়া প্রতি মাসের ন্যায় এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার ফেসবুক ফ্যান পেজের ( https://www.facebook.com/nctf.kushtia ) মাধ্যমে অবহিত হয়ে নতুন সদস্যদের যোগদান। উল্লেখ্যযে, বিগত বছরে ফেসবুক পেজের মাধ্যমে অবহিত হয়ে সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও রয়েছে।

ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমে অবহিত হয়ে এন.সি.টি.এফ. এর সদস্য হয়েছে এমন সদস্যরা বলেন আমাদের ফ্যান পেজকে গুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমেও অনেক সদস্য পাওয়া যাবে। তাছাড়া এন.সি.টি.এফ. এর ৬৪টি জেলার ফেসবুক পেজের ফ্যান পেজের মধ্যে এন.সি.টি.এফ. কুষ্টিয়ার ফ্যানপেজের লাইক ৪৫০০+। যা অন্য কোন জেলার ফ্যান পেজের লাইক থেকে অনেক বেশী । এই অন্যতম সাফল্যর জন্য সভাপতি মুসাব্বির হোসেন সবাইকে একসাথে সাহায্যে করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানায় এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়াকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এন.সি.টি.এফ কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য সভাপতি মুসাব্বির হোসেন,সহ-সভাপতি আরিফুল ইসলাম,শিশু সাংবাদিক টুটটুকি ও সাজিদ, শিশু গবেষক আসিফ ও তন্দ্রা, সিওয়াইিভ আসাদুজ্জামান আসাদ,স্কুল কমিটির সদস্যবৃন্দ সহ জেলা ভলান্টিয়ার শাকিল ও তন্নি ।

নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫

সৈকতঃ  গত ৩০ জুলাই নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫। সারাদিন ব্যাপি এই আনন্দ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার এডভোকেসী মীর রেজাউল করিম। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরষ্কার তুলে দেন। সবশেষে এনসিটিএফ এর সাথে তিনি নাটোর রাজবাড়ী ঘুরে দেখেন।