এনসিটিএফ পাবনা জেলার ইফতার পার্টি অনুষ্ঠিত এবারো দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক

গত ১৯ জুন এনসিটিএফ পাবনা জেলা কার্যনিবার্হী কমিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আয়োজনে জেলা কার্যনিবার্হী কমিটির ১১ জন সদস্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় আসন্ন ঈদে শিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণের সিন্ধান্তও নেওয়া হয়। এনসিটিএফ পাবনা জেলা গত দুই মাসে ১১,১০০ টাকা অনুদান সংগ্রহ করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি এবং নতুন প্রকাশিত এনসিটিএফ মাদারিপুরের মুখপত্র প্রদান করে। গত ১৮ জুন দুপুর সাড়ে ১২টায় মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যগন, জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরুল্লাহ স্যার এর সাথে সাক্ষাৎ করে এ স্বারকলিপি ও মুখপত্র প্রদান করে।