এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার সরকারী বালিকা সদন পরিদর্শন।

NCTF

গত ২৬ই ফেব্রুয়ারী ২০১৫ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারী বালিকা সদন পরিদর্শন করে ।

এন.সি.টি.এফ এর সদস্যরা বালিকা সদনের উপতত্বাধায়ক সুপর্ণা দাস এর সাথে সাক্ষাৎ করেন এবং এন সি টি এফ এর “আমাদের খবর” পত্রকিা তার হাতে তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়।এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে । শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয় । বলতে গেলে লেখা পড়ার দিক দিয়ে বালিকা সদনের শিশুরা খানিকটা এগিয়ে। প্রতিবারের ন্যায় এবারও প্রত্যেক শিশু সকল পরীক্ষায় পাশ করেছে ।

উল্লেখ্য যে গত বছরে সরকারী বালিকা সদনের একটি ভবনের দ্বিতীয় তলা ফাটল দেখা দেয় । ঐ ভবনের দ্বিতীয় তলাতে যে সব শিশু থাকতো তাদের সংখ্যা প্রায় ৫০ জন । এদিকে ঐ ভবনে থাকা শিশুরা বর্তমানে অন্যান্য ভবনে রয়েছে । এক্ষেত্রে শিশুদের কিছুটা অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

সরকারী বালিকা সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইলমা ,কার্যনির্বাহী কমিটির সদস্য তনিমা সহ জেলা ভলেন্টিয়ার তন্নী ও আসাদুজ্জান আসাদ । এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার উৎসাহ দেন ।