ঢাকা জেলার শিশুদের মুখোমুখি অনুষ্ঠান ২০১৪ অনুষ্ঠিত

SAM_6457 SAM_6437 SAM_6463

ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোরস ঢাকার জেলার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ”শিশুদের মুখোমুখি অনুষ্ঠান – ২০১৪ ” শীর্ষক বড়দের সাথে সরাসরি শিশুদের প্রশ্নোত্তর মুলক ঢাকা জেলার সংলাপ ।

গত ২৬ শে সেপ্টেম্বর ২০১৪, রোজ শুক্রবার , সকাল ৯ টা থেকেই অতিথি এবং সবাই চলে আসে এবং সেই সাথে মুল অনুষ্ঠান শুরু হয় সকাল সোয়া ৯টায় পবিত্র কুরআন তিলওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত নৃত্য দিয়ে অতিথিদের বরন করে নেয় শিশুরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম। শিশু বক্তা হিসেবে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এনসিটিএফ ঢাকা জেলার সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা। এনসিটিএফ ও এনসিটিএফের কর্মকাণ্ড সম্পর্কে বলেন চাইল্ড পার্লামেন্ট সদস্য জাহিদ হোসেন। এরপর ই অনুষ্ঠিত হয় সরাসরি প্রশ্নোত্তোর পর্ব।

সরাসরি প্রশ্নোত্তর পর্বের মডারেটরের দায়িত্ব পালন করেন এনসিটিএফ ঢাকা জেলার সাবেগ চাইল্ড পার্লামেন্ট সদস্য নিজাম। প্রশ্নোত্তর পর্বটিতে তারকা চিহ্নিত প্রশ্ন, সম্পুরক প্রশ্ন এবং উপস্থাপিত প্রশ্ন গুলোর আলোকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ ও করেন শিশুরা ।
বিষয়গুলোর মধ্যে শিশু বিবাহ আইন বা বাল্য বিবাহের আইনের খসড়া সংস্কার, ইভটিজিং বা যৌন হয়রানি হ্রাস করার আশু সমাধান, শিশুদের মাদকাসক্ত থেকে নির্মূল করার পদক্ষেপ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি, সৃজনশীলে শিক্ষার্থীদের কোচিং ও গাইড বইয়ের প্রতি নির্ভরতা সৃষ্টিতে শিক্ষকদের দৃষ্টিভঙ্গি ফেরানো, শ্রেণি কক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহার বন্ধ , শিশুদের জন্য নিরাপদ সড়ক, স্পিড ব্রেকার, ওভারব্রিজ বৃদ্ধি, রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করা প্রসঙ্গ সহ ঢাকা জেলার সকল শিশুর স্বার্থ জনিত দাবি দাওয়া প্রাধান্য পায়।

”শিশুদের মুখোমুখি অনুষ্ঠান -২০১৪” এ প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন মিয়া , প্রধান বক্তা ছিলেন মীরপুর বাংলা স্কুলের অধ্যক্ষ জনাব বদর উদ্দিন হাওলাদার, সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক জনাব মোশাররফ হোসেন এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ফোকাল এনজিও প্রতিনিধি, প্রধান শিক্ষকগণ, কাজী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সেভ দ্য চিল্ড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ। এসময় তারা শিশুদের উপস্থাপিত প্রশ্নের সমাধানের উপায় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

অনুষ্ঠানটিতে শিশুদের মধ্যে উপস্থিত ছিল এনসিটিএফ ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটি, ৫টি ক্লাব ও স্কুল কমিটি, সাধারন সদস্য,সাবেক সদস্যসহ প্রায় ৫৫ জন শিশু প্রতিনিধি।