শিশুর জন্য ইউটিউব নয়।

মুসাব্বির হোসেন : কার্টুন বা মজার মজার ভিডিও দেখার জন্য অনেক বাবা – মা শিশুদের ইউটিউ বব্যবহারের সুযোগ দেন । তবে বাবা-মা’ র নির্দেশনা অনুযায়ী ভিডিও দেখতে গিয়ে শিশুদের সামনে চলে আসছে নানা রকম অশ্লীল ভিডিও। অনেকে অশ্লীল ভিডিও গুলো বন্ধ করার চেষ্টা করলেও সুফল পাননি । কারণ এখন পর্যন্ত এরকম কোন প্রযুক্তি বের হয়নি । সূত্র বলছে, ইউটিউব একটি উন্মুক্ত ভিডিও আদান-প্রদানের ওয়েব সাইট । এখানে যে কেউ যে কোন ধরণের ভিডিও আপলোড , ডাউনলোড, দেখা সহ নানা রকম কাজ করতে পারেন।এই সুযোগে একশ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারী অশ্লীলনানা রকম ভিডিও ইউটিউবে আপলোড করেন।যা অনেক সময়ই উ ইউটিউব কর্তৃপক্ষের দৃষ্টি র বাইরে থেকেই ইন্টারনেট বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার উচিত শিশু কে ইউটিউব থেকে দূরে রাখুন । প্রয়োজনে আপনার কম্পিউটারে ইউটিউব ওয়েবসাইট ব্লক করুন।তবে একান্তই যদি আপনার শিশু কে ব্যবহার করতে দিতে হয় তবে তার পাশে বসে ইউটিউব ব্যবহারে নির্দেশনা দিন।