Child Led Initiative

Children initiated a  library at Isamoti Primary School in Pabna, On 28 October,2015. This initiative will support children to enlighten their life through enrich their knowledge and awareness. NCTF led the initiatives to make learning opportunity for all.

এনসিটিএফ শিশু লাইব্রেরি উদ্বোধন

এনসিটিএফ শিশু লাইব্রেরি উদ্বোধন সমতা হাজরাঃ আজ এনসিটিএফ পাবনা জেলার সকল সদস্যদের উদ্যগে ১১৭নং ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর, পাবনা তে একটি শিশু লাইব্রেরি উদ্বোধন করা হয়।এনসিটিএফ পাবনা জেলার শিশু গবেষক সমতা হাজরার সঞ্চালনায় ও সভাপতি রিয়াদ মাহ্ফুজের সভাপতিত্বে আনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান মিঞা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরত স্যাননাল।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ সদস্যগণ, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষাথীবৃন্দ ওসেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার।

DISCOVERY CHANEL DISCOVER NCTF

NCTF is a role model for child organizations in Bangladesh
Crish Morgun a journalist of Discovery Chanel came in Bangladesh from South Africa and visited National Children’s Task Force (NCTF) Rajshahi for experience the raw activity and advocacy of NCTF Members for children.

On 15 and 16 September 2015, Crish Morgun visited NCTF Rajshahi and talked with children’s to make a video documentary on children of Bangladesh regarding their advocacy and initiatives to protect and ensure child rights. He spent quality time with NCTF members and in his discussion he wanted to know about the working strategy of NCTF for children including stop child marriage, raising awareness among children, the way of collect information, child abuse and  violence issue.

Crish Morgun was very happy and impressed to know that National Children’s Task Force Bangladesh is the largest child Organization in Bangladesh deal with child rights situation monitoring and its execution process based on four cluster of Child Convention including Child Protection, Survival, Development and Participation. And most importantly NCTF run for the children, of the children, and by the children.12036455_915388771860103_8375740142762191507_n

To support the journalist for his documentary there were Bangladesh Shisu Academy officer, Senior Manager of Plan International Bangladesh Mr Faroque Alam Khan; youth volunteer Rashel Ahmed and all members NCTF committee.

Small Initiative, Big Return

National Children’s Task Force (NCTF) took an initiative to support children for their education and so they gave educational material among fifteen children on August 8, 2015.

Development required education. Aiming the development of children National Children’s Task Force Rangpur distributed educational material including (Pencil, Eraser, Curter, Scale and Pen box) among fifteen children.  NCTF select those students from a school for street and drop out Children name “Alor Mishil “(Rally of light) .

Education is a basic right of Children. And our (NCTF) mission is to ensure child rights. We (NCTF) hope this small initiative may lead our nation towards big return.

বাল্যবিবাহ রোধে নির্দিষ্ট হটলাইন

আমাদের সামজে অনেক সচেতন মানুষ থাকলেও সঠিক স্থানে তথ্য দিতে না পারায় বাল্য বিবাহের মত কাজ গুলো প্রতিনিয়ত ঘটেই চলছে। অনেকের বাড়ীর আশে পাশে বাল্য বিবাহ হয়ে থাকে।জানানোর বা প্রতিরোধের উপায় জানা না থাকার কারনে বাল্য বিবাহ তাদের সামনেই ঘটে চলছে।
বাল্যবিবাহ রোধে যোগাযোগ মাধ্যম সহজ করার লক্ষ্যে ২০১২ সাল থেকে এনসিটিএফ কুষ্টিয়া দুইটি নির্দিষ্ট মোবাইল নাম্বার হটলাইন হিসেবে চালু করে। যেখানে তথ্য প্রদানকারী পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়। যার সফলতা স্বরুপ তার কিছুদিন পর বারখাদা ইউনিয়ন এ একটি বাল্যবিবাহ বন্ধ হয়।
এনসিটিএফ কুষ্টিয়ায় হটলাইন ব্যবহারের প্রক্রিয়াঃ
২০১২ সালে এনসিটিএফ কুষ্টিয়া উপলব্ধি করে যে বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিতে হবে। যার ফলশ্রুতিতে ফেসবুক ক্যাম্পেইন শুরু করে। তখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক কম থাকায় সাড়া কম পাওয়া যায়। পরবর্তীতে সে সময়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নাম্বার হটলাইন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয় এবং স্টিকার সহ পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয়। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য উৎসাহিত করা হয়।
পরবর্তীতে কমিটির পরিবর্তনের ফলে সাময়িক স্থবিরতা আসে। কিন্তু গত জানুয়ারী ২০১৫ তে অনুষ্ঠিত ডিজিটাল মেলাতে কুষ্টিয়ায় আবার হটলাইন চালু করা হয়। এক্ষেত্রে কুষ্টিয়া এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার এবং জেলা কমিটির সভাপতির মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তীতে দৌলতপুর উপজেলায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।
হটলাইন ব্যবহারে সফলতাঃ
কুষ্টিয়া সদর সহ আশে পাশের এলাকার বাল্যবিবাহ সমূহ বন্ধ করা হয়েছে।
কুষ্টিয়া জেলার দৌলতপুরে (সীমান্তবর্তী) পুলিশ কন্যার বিবাহ বন্ধ করা হয়েছে।
হটলাইন সংগ্রহে সকলের আগ্রহ অনেক বেশী পরিলক্ষিত হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি এনসিটিএফ এর সদস্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এনসিটিএফ সম্পর্কে জানার আগ্রহে তারা সহজে হটলাইনে যোগাযোগ করছে।
হটলাইনের মাধ্যমে এ পর্যন্ত ১০ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
হটলাইন ব্যবহারের সুবিধাসমূহঃ
বাল্যবিবাহ প্রতিরোধে জনসাধারণের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।
সহজ মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে তথ্য দিতে পারে বলে অনেকে এ মাধ্যমটি ব্যবহার করে তথ্য প্রদান করতে উৎসাহিত হয়।
বাল্যবিবাহ, শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ, মতামত ও পরামর্শ সমূহ সম্পর্কে খুব সহজে এনসিটিএফ অবহিত হতে পারে।
তথ্য প্রদান প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত।
অসুবিধাসমূহঃ
অনেক সময় অনেকেই ভুল তথ্য দিলে বিভ্রান্তিতে পড়তে হয়। ফলে হয়রানির শিকার হতে হয়। এর ফলে প্রতিরোধকারীদের উপর অন্য রকম প্রভাব পড়ে। ফলে এক ধরনের উৎসাহ হারিয়ে ফেলে।
হয়রানিমূলক কল। ইত্যাদি

চ্যালেজ্ঞসমূহঃ
নির্দিষ্ট এবং স্থায়ী মোবাইল নাম্বার।
পর্যাপ্ত পরিমান মোবাইল ক্রেডিট থাকা।
স্থানীয় প্রভাবে বাল্যবিবাহ সংঘটিত হওয়া।
যদিও বাল্য বিবাহ  পুলিশ ও প্রশাসনের সাহায্যে শিশুরাই বন্ধ করে থাকে।  আর প্রতিরোধের সময় শিশুরা সরাসরি প্রত্যক্ষ জড়িত থাকে। এর ফলে পরবর্তিতে ঐ শিশুর নিরাপত্তার ঘাটতি থাকে।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ
একটি স্থায়ী, নির্দিষ্ট এবং সহজ মোবাইল নাম্বার হটলাইন নাম্বার হিসেবে ব্যবহার করা।
কুষ্টিয়ায় ব্যাপকভাবে হটলাইনের প্রচার বাড়ানো।
হটলাইনের জন্য নির্দিষ্ট একটি মোবাইল হ্যান্ডসেট বরাদ্দ।

 

মোঃ আসাদুজ্জামান
কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার
এনসিটিএফ প্রজেক্ট
সেভ দ্য চিলড্রেন।

এনসিটিএফ সিরাজগঞ্জ কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন

এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষনের ব্যবস্থা করে দিবে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ. এম আনোয়ার পাশা এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সাথে একান্ত একটি সাক্ষাৎ এ কথা বলেন। অতি দ্রুত জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের সময়সূচী ঠিক করে উক্ত প্রশিক্ষনের আয়োজন করা হবে জানানো হবে। আইসিটি বিষয়ক এই প্রশিক্ষণে জেলা কার্যনিবার্হী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

Local government (DC) arranges ICT training for NCTF members.

The Deputy Commissioner of Sirajgong will arrange information communication training for National Children Task force (NCTF) committee of Sirajgong district. Additional Deputy Commissioner of Sirajgong Mr. A.H.M Anowar Pasha said that in a meeting with the member of NCTF. He also added that very soon he will communicate with the relevant child officer for the arrangement of ICT training and that will informed to NCTF district committee so that they can participate in the training session properly.

Journalism Training for the National Children’s Task Force by Bangladesh National Press Institute

“Good writing skill is not enough to become a good journalist. Besides, a journalist need to be committed in work” said Mr Abul kalam Azad, former press secretary of Honourable Prime Ministre and managing director and chief editor of Bangladesh Sangbad Songshth; as chief guest.

Bangladesh Press Institute organized two days child journalism training for NCTF members from 9-10 april, 2015 at Press Club Auditorium,Brahmanbaria. Around thirty children including NCTF journalists, the member of NCTF executive Committee were participated in the training. Md Shah Alamgir, Director, Bangladesh Press institute presided and Syed Mizanur Reza, Brahmanbaria Press club secretary also attended as special guest.

Aiming the capacity development, the training also focused on confidence and strategy to overcome challenge as journalist. As the NCTF already expressing their views through journalism, the learning would be added to strengthen their capacityon this. Besides, newsletter is a regular form practiced by the NCTF to present their voice on child right.NCTF also use digital media for expressing their situations and address their rights.

The chief guest advised the participants to capture the child rights situation and the good story on behalf of all the children as a journalist .He appreciated the NCTF as a children’ organization on leading the children’s voice and their initiatives on behalf of the children. In the training child journalist Maksuda Chowdhury poli presented NCTF activities and their achievements adding the NCTF overview of District volunteer Ajit Chandra Biswas. ” NCTF journalist used to get the journalism training previously but now the opportunity is for all the NCTF members” added Maksuda
On behalf of NCTF, the president of central committee Sayem Khondokar and the deputy speaker of child parliament Shanjida Lopa thanked to the Press Institute for this support. NCTF also requested for long term training for skill development as child journalist.

The event ended with the certificate giving ceremony among the participants. The training is a first time ever capacity building initiatives for the children by the National Press Institute;acknowledging the NCTF initiatives as Child led organization. Through the event, the children also forwarded to the linkage development with media for advocating for their rights.

Self-initiatives activities of National Children’s Task Force (NCTF) to support children

On the celebration of Bangali New Year, 1422 National Children’s Task Force (NCTF) Moulovi Bazar took a different initiative.
NCTF distributed education materials Including (exam board, pencil, scale, eraser) to the disadvantaged children aiming the continuation of their smooth study. As the education is a right of children but it is challenged by the different factors for the children. In addition, parents cannot afford required education material due to having very small income for their family. While interacting with the different children, NCTF decided to support the children.
Total thirty one students form three primary schools named Srinath Government Primary School, Bazar Government primary school, Shairpur Lokkibal Government primary school were selected for the support.

Deputy Commissioner Mohammad Kamrul Hasan, district education officer Subodh Chorndro Chowdury,researcher Mahfujur Rahman, Vice President of Mercantile Bank Golam Maula, the President of Bangobondhu Cultural unit Shoiyad Salman Ali, Hasnat Kamal from Bangladesh Television, and the members of district NTF committee with their parents attended in this event.
Besides regular advocacy to government actors, NCTF also has some self-initiated activities for the children. Different small initiatives have been taken to support disadvantaged children, NCTF and Government and non-Government actors.

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সহযোগিতায় ও এনসিটিএফ এর উদ্যেগে নিরাপদ হল অবজারভেশন রুম

সাজিদ হাসান (কুষ্টিয়া): গত ২৫ তারিখে এনসিটিএফ কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির হোসেন কুষ্টিয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শিশু ওয়ার্ড এর অবজারভেশন রুমের সমস্যা নিয়ে কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল  হোসেন মহোদয় কর্তৃক পরিচালিত জেলা প্রশাসন এর ফেসবুক পেজে একটি পোষ্ট প্রদান করলে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা হয়।

এনসিটিএফ কুষ্টিয়ার স্বউদ্যোগী কাজের অংশ হিসেবে প্রতি মাসে সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করা হয়। শিশু ওয়ার্ডে জনবল সংকট থাকা সত্ত্বেও শিশু ওয়ার্ডে ডাক্তার এবং নার্সরা শিশুদের সুন্দরভাবে সেবা দিয়ে যচ্ছে। বেশীরভাগ মনিটরিং এ রোগীর স্বজনরা সেবাতে সন্তুষ্টি প্রকাশ করেছে। কিন্তু শিশু ওয়ার্ডে অবজারভেশন রুমে রোগীর স্বজনদের জুতা সেন্ডেল পড়ে ঢুকার বন্ধ করা যাচ্ছিল না।

তার পাশাপাশি অবজারভেশন রুমে জনসাধারণের প্রবেশ এ নিষেধাজ্ঞা থাকলেও রোগীর স্বজনরা সেখানে ভীড় করে থাকে। গত ২২ এপ্রিল এনসিটিএফ কুষ্টিয়া মনিটরিং এর সময় আবারো একই দৃশ্য প্রত্যক্ষ করে এবং এনসিটিএফ সদস্যরা এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করার জন্য ফেসবুক পেজ এ সমস্যা সংক্রান্ত পোস্ট প্রদান করা হয়। এবং কুষ্টিয়া জেলার   সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল  হোসেন  এই পোষ্টের ভিতিতে আজ নিজে একটি নোটিশ জারি করেন। জেলা ম্যাজিস্ট্রেট সহ কুষ্টিযা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের উপ-পচিালক  মহোদয় এর উপস্থিতিতে   শিশু ওয়ার্ড এর অভজারভেশন রুমের সামনে নোটিশটি লাগানো হয়। নোটিশে বলা হয় ভেতরে যদি কেও জুতা সেন্ডেল পরে প্রবেশ করে তাহলে তাকে মোবাইল কোর্টের আওতায় আনা হবে।

এ বিষয়ে এন.সি.টি.এফ. কুষ্টিয়ার প্রত্যেক সদস্য জেলা প্রশাসক মহোদয় সহ জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আরো বলেন এনসিটিএফ সদস্যদের চেষ্টা সার্থক হয়েছে এবং জেলা প্রশাসন থেকে পরবর্তীতে আরো সহযোগিতা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন  এবং জেলা প্রশাসক সৈয়দ বেলার  হোসেন মহোদয়ের এর সাহায্য পেলে কুষ্টিয়া জেলাকে একদিন শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তুলবে এটা কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ এর প্রত্যাশা বলেও জানান।

এনসিটিএফ:

এনসিটিএফ জাতীয় পর্যায়ের একমাত্র শিশু সংগঠন যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত। এনসিটিএফ শিশুদের দ্বারাই গঠিত ও পরিচালিত। সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমীর সাথে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় কাজ করে চলেছে। এনসিটিএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশের শিশুদের সকল অধিকার প্রতিষ্ঠা করা। ২০০৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত এনসিটিএফ শিশুদের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংগঠন হিসেবে ব্যাপকভাবে পরিচিত ও স্বীকৃত। শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে  ইতিমধ্যে এন.সি.টি.এফ চাইল্ড পার্লামেন্টের ১২টি সেশন আয়োজন করতে সফল হয়েছে। যেখানে মন্ত্রীপরিষদের বিভিন্ন মাননীয় মন্ত্রী মহোদয়গণ উপস্থিত ছিলেন। গত ২১ এ ডিসেম্বর ২০১৪ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথিত্বে চাইল্ড পার্লামেন্টের ১২ তম অধিবেশন সম্পন্ন হয়েছে।  এছাড়া এনসিটিএফ এ প্রত্যেক জেলাতে চাইল্ড পার্লামেন্ট সদস্য,  শিশু সাংবাদিক ও শিশু গবেষকবৃন্দ ও সদস্যদের নিবিড় কার্যক্রমের মাধ্যমে শিশু অধিকার সংরক্ষণ ও  বাস্তবায়নে সংগঠনটি কাজ করে আসছে। বাংলাদেশে শিশু অধিকার কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং তার অগ্রগতি কি তা (তৃণমূল, স্থানীয় ও জাতীয় পর্যায়ে) নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ (মনিটরিং) করে থাকে সংগঠনটি। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতিটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত জেলা শিশু অধিকার ফোরাম কমিটিতে একজন করে এনসিটিএফ সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আরো জানতে: www.nctfbd.org


Children use social media for Advocacy.

On 25 April, 2015 Deputy Commissioner of Kushtia Sayed Balal Hossain announced a notice and on that basis the Deputy Magistrate and the assistant Director of Khustia City hospital (250 Bed) put a written notice in front of the child ward that whoever will break the rules of hospital (enter into the child ward with shoe and make noise in child ward) he or she must bring under the punishment through mobile court.

Nation Children’s Task Force (NCTF) took another self-initiative activity to secure the safety of the child patient in 250 bed city hospital Khustia .parents and relatives who often come to visit the sick children in observation hour, they enter the ward with their shoe and not only that they also make the child ward noisy and crowded as well. Treatment is a basic right of children and proper environment of a hospital especially into the ward more precisely in child ward is an obligatory issue. NCTF as a self-initiative task use to visit the City hospital child ward monthly. As a part of their monthly activities on 22April, 2015 NCTF Khustia visit the City Hospital (250 Bed) in Khustia and their findings about the service of the hospital is up to the mark though there is a lack of manpower. Mostly In term of monitoring the parents and relative of the child patient are satisfied with service of doctor and nurse as well as the hospital. But fact is that at the time of observation the relatives of the patient enter into the child ward with their shoe which is highly risky and unhygienic for the child patient and it could be dangerous for the sick child. Not only that a hospital should be a quiet and calm place but the visitors often make the ward noisy and highly crowded. Though the entry of the visitor with shoe and make noise in the observation room is highly restricted but people often break the rules. The President of Khustia district NCTF Musabbir Hossain gave a post on the district Facebook page and mentioned the serious problem to draw the attention of authority (Deputy Commissioner). After see the face book post the Deputy Commissioner of Khustia took initial step towards solving the problem and gave order to put a written notice. The District Magistrate and the assistant Director of Khustia City hospital were put a notice in front of the child ward. On the notice they mention that enter into the ward with shoe and make noise into the ward is a malpractice which is prohibited. If anyone further disobeys the rules he or she must be accountable for breaking the rules and would be bring under the mobile court for punishment.

NCTF members express cordial gratitude to the Deputy Commissioner and District Administration of Khustia for their initial and faster step. The Deputy Commissioner appreciates and encourages NCTF to carry one such kind of self-initiatives activities. He also added that if needed he is always ready to help NCTF and he has a long term goal that he wants to build Khustia as a child friendly district. This kind of self-initiatives activities of NCTF is obviously a huge achievement which will develop a required environment in hospital and also ensure better treatment for children.

পল্লবীতে বাল্য বিবাহ রোধ করল এনসিটিএফ !!!

 

 

10707972_1467252936849563_7866396yyyyyyyy91_nপল্লবীতে বাল্য বিবাহ রোধ করল এনসিটিএফ । আজ ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার রাত ৮টায় রাজধানীর পল্লবীতে ১২ নং সেকশনের সি ব্লক এলাকায় স্থানীয় এমডিসি মডেল ইন্সটিউটে ৭ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী রুনার (বয়স ১২) জোর পূর্বক বিবাহ দেয়ার আয়োজন করা হয়। বাল্যবিবাহটির গোপন তথ্য পেয়ে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোরস (এনসিটিএফ) ঢাকা জেলা কমিটির একটি প্রতিনিধি দল মেয়েটির বাসায় ছুটে যায়। তারা প্রথমেই রুনার অভিভাবকের সাথে কথা বলে বাল্যবিবাহের কুফল এবং এতো অল্প বয়েসে মেয়েকে বিয়ে না দেয়ার অনুরোধ করে কিন্তু তারা তা মানতে নারাজ হলে পল্লবী থানার পুলিশ প্রশাসনের সহোযোগিতায় তাদেরকে মেয়ের বিবাহ দান থেকে রোধ করে।

সন্ধায় বিবাহটির তথ্য প্রাপ্তির পর এনসিটিএফ ঢাকাজেলার সভাপতি রীমা,সহ-সভাপতি প্রিয়া, শিশু সাংবাদিক রমজান, চাইল্ড পার্লামেন্ট সদস্য জাহিদ, সাধারন সদস্য মার্ক এবং উপদেষ্টা রুমন ও সাইকা সবাই ফোনালাপের মাধ্যমে একত্রিত হয়ে বাল্যবিবাহটি রোধ করার অভিযানটি চালায়। ঘটনাস্থলে বর পক্ষের উপহার সামগ্রী পাওয়া গেলেও তারা খবর অভিজানের খবর পেয়ে ঘটনাস্থল খুব দ্রুত ত্যাগ করে এবং ফোন বন্ধ থাকায় তাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করাও সম্ভব হয়নি। এই বিষয়ে পল্লবী থানার সাব ইন্সপেক্টর শাহিন একটি সাধারন ডায়েরি করেন এবং এনসিটিএফ ঢাকাজেলার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পুলিশ প্রশাসন বাল্যবিবাহটি রোধে সার্বিক সহযোগিতা করবেন। স্থানীয় এক বাসিন্দা মাসুদ বলেন- “বাল্যবিবাহ রোধে এনসিটিএফ এর সাহসী অভিযান দেখে আমি শিখলাম যে এই দায়িত্ব আমাদেরই ছিলো যা আজকে তোমরা করলে। আমি তোমাদের মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে নিজ দায়িত্ব থেকে এ ধরনের কর্তব্য পালন করব।” এনসিটিএফ এর অভিযানে বাল্যবিবাহের স্বীকার হতে যাওয়া রুনা খুশি প্রকাশ করে এবং এনসিটিএফ এর বন্ধুদের ধন্যবাদ জানায়।