“শিশু কর্ণার” প্রতিষ্ঠা করবে ইউনিয়ন পরিষদ

২৬ আগষ্ট ২০১৭ এনসিটিএফ, মেহেরপুরের নেতৃত্বে স্থানীয় সরকার মেহেরপুরের সার্বিক তত্ত্বাবধানে এবং সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় মেহেরপুরের সকল ইউনিয়ন ও পৌরসভাগুলোতে (তিন উপজেলার ১৮ টি ইউনিয়ন এবং ২ টি উপজেলা) ২২ আগষ্ট-২০১৭ তারিখ হতে শুরু হয়েছে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা”। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে এনসিটিএফ মেহেরপুর শিশুদের দাবির প্রেক্ষিতে মেহেরপুর স্থানীয় সরকার, উপ-পরিচালক জনাব খায়রুল হাসান, বলেন ইউনিয়ন পর্যায়ে শিশুদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষে মেহেরপুরের ইউনিয়ন পরিষদ গুলোতে শিশুদের জন্য “শিশু কর্ণার” প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। শিশুদের জন্য এ কর্ণারে, শিশুদের জন্য বিনোদন যেমন, টেলিভিশনসহ বিভিন্ন খেলার তত্ত্বাবধানে সামগ্রীর ব্যবস্থা থাকবে। শিশুবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতমধ্যে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে, ডিডিএলজি মহোদয় নির্দেশনা দিয়েছেন বলে জানান। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল হাসান, উপ-পরিচালক মেহেরপুর। উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন, সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা স্বেচ্ছাসেবক)।

পরিশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠায় সকল কার্যকরি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিতে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।