দুঃস্থ শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করল এনসিটিএফ মুন্সিগঞ্জ

১৮ই জুলাই ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স  মুন্সিগঞ্জ ১৫ জন দুঃস্থ শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করে। বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এবং নিজস্ব উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আম ও পেয়ারা বিতরণ করা হয়।  উপস্থিত পরিকল্পনার অংশ হিসেবে এ ফল বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য  কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অতিথি হিসেবে শিশু একাডেমির লাইব্রেরিয়ান উপস্থিত থাকেন। এছাড়াও শিক্ষক এবং ভলান্টিয়ারগন উপস্থিত থাকেন। অতিথিরা এনসিটিএফ এর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৮ জুলাই সকাল ১০ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁপাইনবাবগঞ্জের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর  সভাপতি ফারিয়া পারভীন এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর জেলা ভলান্টিয়ার। সভায় আগামী ১১ আগষ্ট জেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশুদের বিনোদন ব্যবস্থার উপর  মনিটরিং করার সিন্ধান্ত নেওয়া হয়। এরপর তার উপর যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিন্ধান্ত নেয় কমিটি। এছাড়া একটি স্কুল কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার সকল কর্মকর্তার নিকট জেলা এনসিটিএফ এর মূখপত্র শিশুর কণ্ঠস্বর প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সভায়। এর আগে কমিটিকে আরো সক্রিয় করতে সকলের নিকট আহবান করেন এনসিটিএফ সভাপতি। এই বিষয়ে আগামী ০৪ আগষ্ট উক্ত বিষয়ে একটি জরুরী সভা করার কথা রয়েছে কমিটির।