এনসিটিএফের শিশু গবেষক কোর কমিটি ও স্যোসাল মিডিয়া কোর কমিটির পরিকল্পনা ও বিনিময় সভা সম্পন্ন

গত ২৮-২৯ জুন ২০১৫ তারিখে ঢাকার আদাবরের আপন উদ্যোগ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়ে গেল কেন্দ্রীয় পর্যায়ের শিশু গবেষক নির্বাচন এবং কেন্দ্রীয় শিশু গবেষক ও শিশু সাংবাদিকদের নিয়ে পরিকল্পনা ও বিনিময় সভা।

ম্যাস্‌-লাইন মিডিয়া সেন্টারের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমির সার্বিক সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিকল্পনা ও বিনিময় সভার প্রথম দিন আইসিটি এবং ডকুমেন্টেশন প্রশিক্ষণ, শিশু গবেষক কোর কমিটির নির্বাচন এবং দিত্বীয় শিশু সুরক্ষা নীতি, রিপোর্ট লেখার পদ্ধতি বিকল্প প্রতিবেদনের উপর প্রশিক্ষণ এবং কেন্দ্রীয় শিশু গবেষক ও শিশু সাংবাদিকদের বার্ষিক পরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।উল্লেখিত পরিকল্পনা ও বিনিময় সভায় সোস্যাল মিডিয়া কোর কমিটির শিশু সাংবাদিক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বাছাইকৃত শিশু গবেষক অংশগ্রহণ করেন।

সভার প্রথমদিন আসিটি এবং ডকুমেন্টেশন ট্রেনিং এর অংশ হিসেবে অংশগ্রহণকারীদের ইন্টারনেট ও ওয়েব সাইট ব্রাউজিং, সার্চ ইঞ্জিনের ব্যবহার, ই-মেইল আইডি খোলা, ই-মেইল পাঠানোর পদ্ধতি এবং ডকুমেন্টেশন তৈরি ও তা এনসিটিএফ এর অফিশিয়াল ওয়েব সাইটে (www.nctfbd.org)  আপলোড করা শেখানো হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এনসিটিএফের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব।দিনের মধ্যাহ্ন বিরতির পর কেন্দ্রীয় শিশু গবেষক  কোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশু গবেষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেন্দ্রীয় শিশু গবেষক  ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুয়াদ হাসান ও ঝিনাইদহ জেলার রাবেয়া বসরি রিয়া নির্বাচিত হয়।

নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সোস্যাল মিডিয়া কোর কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস শ্রাবনী ও সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এনসিটিএফের কেন্দ্রীয় সভাপতি মো.সায়েম খন্দকার।এরপর শিশু গবেষক কেন্দ্রীয় কোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, সহ-সভাপতি রাবেয়া বসরি রিয়া, সাধারণ সম্পাদক আদিবা খানম, যুগ্ন-সাধারন সম্পাদক সালেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মুন নির্বাচিত হয়।

সভার দিত্বীয় দিনের শুরুতে অংশগ্রহণকারীদেরকে শিশু সুরক্ষা নীতিমালা ও শিশু অধিকার সনদ, রিপোর্ট তৈরির কলা কৌশল, পর্যায়ক্রমিক ও বিকল্প প্রতিবেদন সম্পর্কে ধারণা দেওয়া হয়। দিত্বীয় দিনের এই কর্মশালাটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের প্রজেক্ট অফিসার নাসিমা বেগম। উক্ত কর্মশালাটির পর অনুষ্ঠিত হয় সোসাল মিডিয়া কোর কমিটি এবং নব গঠিত শিশু গবেষকদের পরিকল্পনা ও বিনিময় সভা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার (এডভোকেসি) মীর রেজাউল করিম ও এনসিটিএফের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সুমনা ইসলাম শিল্পী। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ম্যাস্‌-লাইন মিডিয়া সেন্টারের প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী।

————————————————————————————————————————————-

NCTF Child researcher Core Committee and Social Media core committee Meeting held successfully.

From 28 to 29 June 2015 The Child researcher Core committee and social media core committee is planning and an opinion sharing meeting held at Adabor, Mohammadpur in Dhaka which was arranged by Mass Line Media center and supported by save the children, Plan International and Shisu Academy.

At the first day, Participant took training on Information Communication technology (ICT) such as the  use of Internet, Web search, browsing ,search engine, opening email account ,communication through email ,documentation ,news uploading on National Children Task Force (NCTF) website etc.

On the second they the participant gets to know about, Child Protection Guide line, Child rights convention and the Strategy of reporting as well.

In this program there were Mir Rezaul Karim( Senior Manager-Advocacy, Child Rights Governance,SCI) ,Nasima Begum (project Officer, CRG, SCI), Mr Saif Mahadee(project officer) MMC and, Shadman Sakib(CYV) ,Ms.Sumona Islam Shilpi (CYV) .

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা

11110511_985509041481781_1800792815237688873_o

গত ২৫শে জুন ২০১৫ ইং হবিগঞ্জ জেলার সভাপতি মিজানুর রহমান আরিফের নেতৃত্বে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে ।এ সময় উপস্তিত ছিলেন শিশু বন্ধু শেখ ওসমান গনি রুমী ,শাকিল ,সাদিয়া .হাসান ও মোমিতা .পরিদর্শন কালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন রোগীর কোন বিষয়ে চিকিত্সকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয় ,সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদেরকে কোন প্রকার ঔষুধ দেওয়া হয় না , খাবারের মান অতি নগন্য ,বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা ,শৌচাগারের নোংরা অবস্থা সহ ইত্যাদি এ ব্যপারে শিশু ওয়ার্ডে কনসালেন্ড কায়সার আহমেদ এর সাথে কথা বলতে গেলে প্রথম খারাপ ব্যবহার করলে ও পরে তিনি শিশু সাংবাদিকদের কাছে ক্ষমা চান কনসালন্ডে মহোদয়কে এই সব বিষয়ে অবগত করলে তিনি বলেন দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে পরে সিভিল সার্জনের সাথে এ ব্যপারে কথা বললে তিনি শিশু সাংবাদিকদের জানান ,শিশু ওয়ার্ডের ধারন ক্ষমতা ৩০ জন রোগী আছে এর দ্বীগুণ এই জন্য এই সব সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এই সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মান করতেছি নতুন ভবনে রোগীদেরকে এই সব সমস্যার সম্মুখিন হতে হবে না বলে এই আশাবাদবেক্ত করেন।

এনসিটিএফ মাদারীপুর কমিটির আইসিটি ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

549396_885181881527630_167576340192187770_n

ইমনঃ গতকাল ২৩জুন  মাদারীপুর জেলা এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের ICT and Documentation বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভাবে প্রশিক্ষনপ্রাপ্ত এই বিষয়ক দক্ষ শিশু সাংবাদিক মুহিত ভূইয়া এবং শিশু গবেষক মরিয়ম আক্তার কার্যনির্বাহী কমিটিকে এই প্রশিক্ষন প্রদান করেন । বাংলাদেশ শিশু একাডেমি মাদারীপুর কার্যালয়ে সকাল ৯টা-৩টা পর্যন্ত চলাকালীন প্রশিক্ষনে এনসিটিএফ এর কর্মকাণ্ড সমুহ এনসিটিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট www.nctfbd.org তে প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে করনীয় ইমেইল,ফেসবুক ইত্যাদী সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

হরিজন কলোনীর শিশুদের অবস্থা পরিদর্শনে এনসিটিএফ পাবনা

গত ২২জুন বিকাল সাড়ে ৪ টার সময় এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহ্ফুজ এর নেতৃত্বে এবং জেলা ভলাণ্টিয়ারদের সহযোগিতায়  কার্যনির্বাহী কমিটির একটি ৫ জনের দল হরিজন কলোনী পরিদর্শনে যায়।পরিদশর্নে অনেক সুবিধা-এবং অসুবিধা উঠে আসে।পৌরসভার অধীনে থাকা এ কলোনীটিতে প্রধান প্রধান সমস্যা হল এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর যার কারন পানির নিষ্কাশন ব্যবস্থা মোটেই ভাল নয় আবার এখানে স্যানিটারী পায়খানা নেই।এ কলোনীতে বাল্যবিবাহের হার অত্যধিক। অপরদিকে এখানে রয়েছে সুশিক্ষার ব্যবস্থা।এখানকার সকল শিশুই পড়াশোনা করে এদের জন্য কলোনীতে রয়েছে একটি সংগঠন ফেয়ারের তৈরী একটি টিউশন ক্লাস যেখানে দিনে দুইবার শিশুদের পাঠদান করা হয় তবে বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় শিশুরা এখানে মৌলিক সকল অধিকার পেলেও শিশুদের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা

এনসিটিএফ শরীয়তপুরের সরকারি শিশু পরিবার পরির্দশন

dscn2451

শিশুদের সাথে পরিদর্শক দলের আলোচনা।

dscn2442

শিশু পরিবারের একজন শিশুর সাক্ষাৎকার চলছে।

 

ঝুমুর আক্তার তন্নীঃ গত ২০ই জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর জেলা শাখা কমিটি শরীয়তপুর জেলার সরকারি শিশুপরিবার পরিদর্শন করে। পরিদর্শক দলটি শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া সহ তাদের বিকাশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। শিশু পরিবারের শিশুরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা নিয়েও অনেকটা
এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো এবং সাংস্কৃতিক সুবিধা দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো। শরীয়তপুর সরকারী শিশু পরিবারের শিশুরা তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে।

শিশু পরিবারের ভবনের বিভিন্ন অংশ ভাঙ্গা এবং অপরিস্কার দেখা গেছে। শিশুপরিবার পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মাহমুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়েজীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।

এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন শিশু পরিবারের অবকাঠামো উন্নয়ন সহ শিশুদের বিকাশের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করল এনসিটিএফ শিশুরা

dscn2434 dscn2391 dscn2388

সিরাজুল ইসলাম আসিফ: গত ২০ শে জুন , শনিবার , এনসিটিএফ শরীয়তপুরের শিশুরা শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করে এবং  সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে । পরির্দশনের সময় এনসিটিএফ-শরীয়তপুরের সদস্যদের চোখে পরে অপরিচ্ছন্ন পরিবেশ , যেখানে সেখানে ধুমপানের দৃশ্য , শিশু বেডে প্রাপ্ত বয়স্ক মহিলা রোগীদের অবস্থান , অব্যবহারযোগ্য বেড এবং রোগী ও আভিভাভকদের আভিযোগ “পর্যাপ্ত ঔষধ সরবারহ হয় না ” ।
পরির্দশন শেষে সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে জানা যায় যে , শরীয়তপুর সদর হাসপাতাল মাত্র ২ সুইপার আছে হাসপাতালের পরিছন্নতার জন্য এবং এখনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ সরবারহ হয় এবং সকল বিভাগের ডাক্তার নেই।

ডাঃ শেখ মোস্তফা খোকন-এর বক্তব্য , “এই হাসপাতালে জনবলের আভাব, আধুনিক চিকিৎসার যন্ত্রের আভাব এবং জনগণের আসচেতনতার পরও আমরা রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করি । যদি উক্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমরা আরও ভাল চিকিৎসা প্রদান করতে সক্ষম হবো।”

সদর হাসপাতালের পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মহামুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়জীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।
এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন সদর হাসপাতালের আধুনিকায়ন ও পর্যাপ্ত সেবা
প্রদানের ব্যবস্থা করা হয়।

এনসিটিএফ পাবনা জেলার ইফতার পার্টি অনুষ্ঠিত এবারো দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক

গত ১৯ জুন এনসিটিএফ পাবনা জেলা কার্যনিবার্হী কমিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আয়োজনে জেলা কার্যনিবার্হী কমিটির ১১ জন সদস্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় আসন্ন ঈদে শিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণের সিন্ধান্তও নেওয়া হয়। এনসিটিএফ পাবনা জেলা গত দুই মাসে ১১,১০০ টাকা অনুদান সংগ্রহ করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি এবং নতুন প্রকাশিত এনসিটিএফ মাদারিপুরের মুখপত্র প্রদান করে। গত ১৮ জুন দুপুর সাড়ে ১২টায় মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যগন, জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরুল্লাহ স্যার এর সাথে সাক্ষাৎ করে এ স্বারকলিপি ও মুখপত্র প্রদান করে।

এনসিটিএফ সিরাজগঞ্জ কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন

এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষনের ব্যবস্থা করে দিবে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ. এম আনোয়ার পাশা এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সাথে একান্ত একটি সাক্ষাৎ এ কথা বলেন। অতি দ্রুত জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের সময়সূচী ঠিক করে উক্ত প্রশিক্ষনের আয়োজন করা হবে জানানো হবে। আইসিটি বিষয়ক এই প্রশিক্ষণে জেলা কার্যনিবার্হী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

Local government (DC) arranges ICT training for NCTF members.

The Deputy Commissioner of Sirajgong will arrange information communication training for National Children Task force (NCTF) committee of Sirajgong district. Additional Deputy Commissioner of Sirajgong Mr. A.H.M Anowar Pasha said that in a meeting with the member of NCTF. He also added that very soon he will communicate with the relevant child officer for the arrangement of ICT training and that will informed to NCTF district committee so that they can participate in the training session properly.

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গত ১৬ জুন ২০১৫ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১১ টায় এনসিটিএফ জেলা কমিটি অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।এ সময় মৌলভীবাজার জেলা কমিটি, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় । সকাল ১১ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সাক্ষাতের সময় এনসিটিএফ এর কর্যক্রম এবং অর্জন সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করা হয় এবং তিনি বিগত দিনে এনসিটিএফ ব্রাক্ষণবাড়ীয়ার সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এনসিটিএফ এর কার্যক্রমে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চাইল্ড পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় ইয়ূথ ভলেন্টিয়ার।