বন্যার্তদের পাশে কুড়িগ্রাম জেলা এনসিটিএফ

শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চরে বন্যা কবলিত তিনশত মানুষের মাঝে খাদ্য বিতরণ করে।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী, সহায় সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়ার আবির স্বচ্ছ, অগ্রণী ব্যাংক অফিসার আহসানুল হক রাজু, জেলা এনসিটিএফ ভলান্টিয়ার ফারজানা ইয়াসমীন মৌসুমী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমি কুড়িগ্রাম জেলা শাখার তত্ত্বাবধানে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মনিটরিং এবং পরবর্তীতে তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে এ্যাডভোকেসি করে ও শিশু অধিকার বিষয়ে কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখছে।

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ‌্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করল এনসিটিএফ রংপুর

০৭ আগষ্ট সারা দেশের ন‌্যায় এনসিটিএফ রংপুর বেলা ০২ টায় শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ‌্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে। এনসিটিএফ রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর নিকট স্মারকলিপিটি তুলে দেয়। এ সময় তিনি জেলায় এই ধরনের অপরাধে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যথাযথভাবে স্মারকলিপি পৌঁছে দেবার ব‌্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন।