এনসিটিএফ চুয়াডাঙ্গা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

০২-০৮-১৭ তারিখ সকাল ১০.৩০ এ এনসিটিএফ চুয়াডাঙ্গা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন মো: সাফ্ফাতুল ইসলাম। সভায় নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আফসানা ফেরদৌসী।

সভায় এনসিটিএফ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আফসানা ফেরদৌসীর আহ্বানে এনসিটিএফ এর সদস্যরা শিশু অধিকার বিষয়ক একটি নাটক করার সিদ্ধান্ত নেয়। পরে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা এনসিটিএফ এর জরুরী সভা অনুষ্ঠিত

৪ আগস্ট রোজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া শাখার লাইব্রেরি রুমে জেলা এনসিটিএফ এর জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশান। এছাড়াও জেলা কমিটির ইমামুল ইসলাম, আশরাফুল ইমন, এহসান আহমেদ ও জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচ্যসূচী:

১। কো অপ্ট
২। প্রেস কনফারেন্স
৩। সচেতনতা বিষয়ক আলোচনা সভা
৪। স্মারকলিপি প্রদান
৫। স্কুল কমিটি গুলোর জন্য নতুন কার্যক্রম

সিদ্ধান্ত:

১। কো অপ্ট সম্পন্ন করা হয়েছে।
২। আগামী ১১ আগস্ট রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শিশু ধর্ষণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেস কনফারেন্স।
৩। আগামী ১২ – ১৪ তারিখের মাঝে মেয়েদের একটি স্কুলে অনুষ্ঠান হবে এবং সম্ভাব্য প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ব্রাহ্মণবাড়িয়া।
৪। আগামী ৭ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়া।
৫। স্কুল গুলোতে ‘পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা’ আয়োজন করা হবে এবং আয়োজনে স্কুলভিত্তিক উপকমিটি গুলো প্রধান ভূমিকা পালন করবে।