এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার সরকারী বালিকা সদন পরিদর্শন।

NCTF

গত ২৬ই ফেব্রুয়ারী ২০১৫ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারী বালিকা সদন পরিদর্শন করে ।

এন.সি.টি.এফ এর সদস্যরা বালিকা সদনের উপতত্বাধায়ক সুপর্ণা দাস এর সাথে সাক্ষাৎ করেন এবং এন সি টি এফ এর “আমাদের খবর” পত্রকিা তার হাতে তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়।এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে । শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয় । বলতে গেলে লেখা পড়ার দিক দিয়ে বালিকা সদনের শিশুরা খানিকটা এগিয়ে। প্রতিবারের ন্যায় এবারও প্রত্যেক শিশু সকল পরীক্ষায় পাশ করেছে ।

উল্লেখ্য যে গত বছরে সরকারী বালিকা সদনের একটি ভবনের দ্বিতীয় তলা ফাটল দেখা দেয় । ঐ ভবনের দ্বিতীয় তলাতে যে সব শিশু থাকতো তাদের সংখ্যা প্রায় ৫০ জন । এদিকে ঐ ভবনে থাকা শিশুরা বর্তমানে অন্যান্য ভবনে রয়েছে । এক্ষেত্রে শিশুদের কিছুটা অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

সরকারী বালিকা সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইলমা ,কার্যনির্বাহী কমিটির সদস্য তনিমা সহ জেলা ভলেন্টিয়ার তন্নী ও আসাদুজ্জান আসাদ । এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার উৎসাহ দেন ।

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা করল এনসিটিএফ বগুড়া।

dgdhgঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য বগুড়া রেল স্টেশনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ছিন্নমূল শিশু। এদের অধিকাংশই বিভিন্ন দোকানে, রাস্তায় কাজ করে বা ভিক্ষা করে। এসব শিশু তাদের মনের ভেতরের কল্পনাগুলোকে রঙিন করে ফুটিয়ে তোলে সাদা কাগজের উপর। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিশু সংগঠক ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার লোটাস চিসিম, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া এনসিটিএফ সভাপতি জাওয়াদুল করিম জীসান, কার্যনির্বাহী কমিটির সদস্য রাকিবুল হাসান, স্বর্ণা, পুষ্প, সামি, সেতু, রিমকি,আবিদ, এশা প্রমুখ।এই প্রতিযোগিতায় রংপেন্সিল ও উপকরণগুলো এনসিটিএফ কমিটি মেম্বারদের নিজস্ব অর্থায়নে সরবরাহ করা হয়। এরপর শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বগুড়ায় ২য় বারের মত এমন আয়োজন করল এনসিটিএফ বগুড়া।

কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশুদের মাধ্যমে শিশু সাংবাদিকতা ও আইসিটি প্রশিক্ষণ প্রদান।

১৩ ই ফেব্রুয়ারী ২০১৫ অনুষ্ঠিত হলো শিশুদের মাধ্যমে শিশুদের মাঝে শিশু সাংবাদিকতার এবং ইনফরমশেন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে এন.সি.টি.এফ. এর শিশুরা। এনসিটিএফ কুষ্টিয়া জেলার নিজিস্ব উদ্যোগে এনসিটিএফ এর সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলা শাখাতে এই প্রশিক্ষণটি দেওয়া হয়।

শিশু সাংবাদিকতার উপর শিশুদের মাঝে ধারনা দেওয়া হয় এবং রিপোর্ট লেখা শেখানো হয়। তাছাড়াও আইসিটি উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আইসিটি প্রশিক্ষণে কম্পিউটার পরিচিতি ও ব্যাবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেল, ফেসবুক ব্যবহার এবং শিশুতোষ ওয়েবপোর্টাল (www.nctfbd.org) এর ব্যাবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।U1

উল্লেখ্য যে, এনসিটিএফ বাংলাদেশ সরকারের পাশাপাশি জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তোবায়িত কারার জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণদেয় কুষ্টিয়া জেলার এনসিটিএফ এর সভাপতি এবং বাংলাদেশের সেরা শিশু পত্রিকা সবুজ-বার্তার সহ-সম্পাদক মোঃমুসাব্বির হোসেন ও কুষ্টিয়া জেলার এনসিটিএফ এর শিশু সাংবাদিক, আমাদের খবরের বিভাগীয় প্রধান এবং ইচ্ছে মিডিয়ার যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদ হাসান সৃষ্টি ।

তাছাড়া উপস্থিত ছিলেন শিশু সাংবাদিক যুথিকা রানি দাশ, শিশু গবেষক আসিফ খন্দকার, সহ-সভাপতি আরিফুল ইসলাম, কার্য-নির্বাহি কমিটির সদস্য শাকিল ইসলাম, আজমাইন মাহমুদ শুভ্র সহ এনসিটিএফ এর সাধারণ সদস্য মীম, প্রিতী, শিশির, শোভন সহ আরো অনেকে।

জয়পুরহাটের এনসিটিএফের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং ওয়ার্ল্ড ভিশন এডিপির সংঙ্গে প্রেস কনফারেন্স।

এনসিটিএফ জয়পুরহাটের উদ্যোগে ২০জন অসহায় ব্যাক্তি ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র প্রদানে ১ম ধাপে সন্ধ্যার পর এক অনুসন্ধানের জয়পুরহাট রেলওয়ের আশে পাশে যারা কষ্টে ঘুমায় তাদেরকে শীত বস্ত্র গায়ে জড়ায় দেওয়া হয়। শীত বস্ত্র সংগ্রহে সহযোগিতা করেন এনসিটিএফ বন্ধু কমিটির কয়েকজন সদস্য।

ওয়ার্ল্ড ভিশন এডিপি জয়পুরহাটের সংঙ্গে এনসিটিএফ জয়পুরহাট মিলিত হয়ে গত ২৩ শে জানুয়ারি “শিশুদের বাজেট ভাবনা” প্রেস কনফারেন্সে শিশুদের বাজেট দাবি করে। ওয়ার্ল্ড ভিশনের এই ক্ষেত্রে বাজেট ছিলো ১৫,০০০ টাকা।

20150131182126 IMG_20150131546IMG_20150131971