শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে বরগুনা জেলা এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বরগুনা জেলা এনসিটিএফ ০৬ আগষ্ট, ২০১৭ ইং তারিখ সকাল ১০ টায় বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোঃ নুরুজ্জামান এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ সজিব হোসেন, সাধারন সম্পাদক ফারিয়া জাহান সানজিদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকিল আহমেদ, শিশু সাংবাদিক মোঃ আবদুল্লাহ আল নোমান ও জান্নাতুল ফেরদৌসি জান্নাতি, শিশু সংসদ সদস্য মোঃ ইমরান হোসেন, শিশু গবেষক মোঃ নাঈম ও হাসিবা এবং বরগুনা সদর উপজেলা কমিটির সভাপতি মোসাঃ মৌরী সহ অন্যান্য সদস্য এবং সাধারন সদস্যরা।

আমরা শিশুরা চাই সুন্দর একটা পরিবেশ, চাই সুন্দর ভাবে বাচতে। আর সেই পরিবেশ যারা নষ্ট করছে এবং ব্যহত করছে শিশুদের স্বাভাবিক জীবন যাপন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। প্রতিনিয়ত পত্র-পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শিশু ধর্ষনের ঘটনা। এটা যেন এখন একটা প্রত্যহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। চরম পর্যায়ে পৌঁছে গেছে এর ভয়াবহতা। যেটা কারোর ই অজানা নয়। এই পরিস্থিতি আর চলতে দেওয়া দেওয়া যায়না। এর প্রতিরোধ করা প্রয়োজন। আমরা জানি যে, বাংলাদেশে শিশুদের নির্যাতন ও ধর্ষনের ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। আমরা চাই তা কার্যকর করা হোক এবং শিশু অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়ন এবং শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। না হলে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য রয়েছে, “বাংলাদেশকে একটি শিশু বান্ধব দেশ হিসেবে দেশ হিসেবে গড়ে তোলা” সেটি পূরন করা সম্ভব নয়।

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বগুড়ায় এনসিটিএফ এর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বগুড়াসহ সারাদেশে বৃদ্ধি পাওয়া শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদ এবং শিশু ধর্ষকসহ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বগুড়ায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার উদ্দ্যেগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এনসিটিএফ বগুড়া জেলা শাখার সভাপতি নুরজাহান পুষ্প স্বাক্ষরিত স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম। তিনি এনসিটিএফ এর সাথে মতবিনিময় করেন সেই সাথে শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সার্বিকভাবে এনসিটিএফকে সহযোগিতার আশ্বাস  দেন। সেই সাথে শিশুদের পক্ষে উচ্চ পর্যায়ে দাবিগুলো পৌঁছে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি রাফিউল রহমান, সাংগঠনিক সম্পাদক আরেফিন জান্নাত আশা, শিশু গবেষক মেহরাব হোসেন তানভির সহ জেলা কমিটির ভলান্টিয়ার পারমিতা ভট্টাচার্য্য ও সঞ্জু রায়।

স্মারকলিপিতে সম্প্রতি বগুড়া সহ সারাদেশে যে শিশু ধর্ষণ ও নির্যাতন হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ধর্ষণের স্বীকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করনের পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিশুরা আকুল আবেদন জানিয়েছে। সেই সাথে সারাদেশের শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে যেন ভবিষ্যৎ এ কেউ শিশুদের প্রতি নিষ্ঠুরতা না করতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ ঝিনাইদহ এর স্মারকলিপি প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনসিটিএফ ঝিনাইদহ এর স্মারকলিপি প্রদান।
শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ আগষ্ট, ৬৪ জেলার ন্যায় এনসিটিএফ ঝিনাইদহ জেলা কমিটি, জেলা প্রশাসক জনাব মোঃ জাকির হোসেন স্যারের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।