শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ হবিগঞ্জের স্মারকলিপি প্রদান

০৮-০৮-২০১৭ইং (মঙ্গলবার) ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সারা দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন এর প্রতিবাদে এবং সংশ্লিষ্ট দোষি ব্যক্তিদের শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক জনাব মনীষ চাকমার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় হবিগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত নতুন জেলা প্রশাসক জনাব মনীষ চাকমাককে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ। 

কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান

কিশোরগঞ্জ বরবাগ এলাকায় বসবাস কারি এক মেয়ে নাম তার মল্লিকা। অল্প বয়সে তার বিবাহ হয়ে যায়। অল্প বয়সে বাচ্চা নেওয়ার ফলে বাচ্চাটি মৃত জন্ম হয়। এর পর থেকে মেয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রায় অর্ধমৃত অবস্তা। কথা বলতে পারে না। খাওয়া দাওয়া করতে পারে না। দরিদ্রতার কারনে হাসপাতালেও চিকিৎসা করাতে পারছে না। বাসার মধ্যে কোনো রকম তার চিকিৎসা চলছে।
০৪-০৮-১৭ রোজ শুক্রবার  কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে সামান্য কিছু অর্থসহযোগিতা প্রদান করা হয়। অসুস্থ মল্লিকার পিতা মাতার হাতে অর্থ তুলে দেয় কিশোরগঞ্জ এনসিটিএফ এর সাধারণ সম্পাদক।
মোঃ তায়েব হোসেন অপি