মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ মৌলভীবাজার এর স্মারকলিপি প্রদান

শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ আগষ্ট, ৬৪ জেলার ন্যায় এনসিটিএফ মৌলভীবাজার জেলা কমিটি জেলা প্রশাসক জনাব মো: তোফায়েল ইসলাম এর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে। 

সকাল ১০ ঘটকায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জানাব মো: তোফায়েল ইসলাম এর নিকট স্বারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার এর সহ-সভাপতি সুমা আক্তার, সাধারণ সম্পাদক সাদিয়া ওয়াছিমা লিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাল, শিশু গবেষক সমরিতা পাল ঐশি ও সাদি, চাইল্ড পার্লামেন্ট সদস্য দীপ্র ধর অর্ঘ, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল, সাবেক সভাপতি মোহাম্মদ আলী নাহিদ, সবেক জেলা ভলান্টিয়ার মো: জিল্লুর রহমান, জেলা ভলান্টিয়ার মো: কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় যাতে শিশু ধর্ষণ বা শিশু নির্যাতন না ঘটে সেদিকে লক্ষ রাখার এবং এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসককে জানানোর জন্য পরামর্শ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিশোরগঞ্জ এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ০৭-০৮-১৭ কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস মহোদয়েরর মাধ্যমে শিশু ধর্ষক ও নির্যাতনকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা ও কিশোরগঞ্জ এনসিটিএফ এর সকল সদস্য।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ নরসিংদীর স্মারকলিপি প্রদান

শিশু ধর্ষক ও নির্যাতনকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে নরসিংদী জেলা এনসিটিএফ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মো: মাহবুব হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), এনসিটিএফ নরসিংদীর সভাপতি মোঃ মোবারক হোসেন এবং সাধারন সম্পাদক শাহাদাত সহ নরসিংদী জেলার ভলান্টিয়ার এ.কে.এম সেলিম ও মাহমুদা খানম (নাদিরা) এবং কার্যনির্বাহী কমিটি সকল সদস্য।