সরকার স্কুলে শিশুদের বিনামূল্যে বই দিচ্ছে, স্কুলে দেয়া হচ্ছে মিড-ডে মিল, উপবৃত্তি চালু করেছে সর্বত্র

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিয়েছে জাতীয় শিশু সংগঠন এনসিটিএফ। গত ২৪ জুন রোজ শনিবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আনন্দঘন পরিবেশে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব উদ্যোগে “নতুন জামায়-মুখের হাসি” কর্মসূচীর আওতায় এসব উপহার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার), জেলা নাগরিক কমিটির সভাপতি ডা.বজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক উসমান গনি সজিব, জেলা শিশু একাডেমীর পরিচালনা পরিষদ সদস্য সাংবাদিক মো.মনির হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার শিশু সংগঠক, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান।

এসময় প্রধান অতিথি প্রফেসর ফাহিমা খাতুন বলেন,”আমরা আগামী বাংলাদেশকে দেখতে চাই সুন্দর-আলোকিত আর অন্যায়-অত্যাচার-কুসংস্কারমুক্ত। আগামী বাংলাদেশে আমরা চাই মানুষের মধ্যে থাকবে দেশপ্রেম আর মানবিকতাবোধ। এনসিটিএফ শিশুদের মাঝে আমি যোগ্য নেতৃত্ব আর মানবিকতাবোধের পূর্ণ বহিঃপ্রকাশ দেখতে পাই। তিনি আরো বলেন, প্রকৃত মানুষ তারাই যারা অপর মানুষের পাশে থাকে সুখে-দু:খে”।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার শিশুকে স্কুলে পাঠান। যেকোন সমস্যায় এনসিটিএফ এর মাধ্যমে আমাদেরকে অবগত করুন। দেশের সকল শিশুর সকল দায়িত্ব নিয়েছে সরকার। সরকার স্কুলে শিশুদের বিনামূল্যে বই দিচ্ছে, স্কুলে দেয়া হচ্ছে মিড-ডে মিল, উপবৃত্তি চালু করেছে সর্বত্র। স্কুলই শিশুদের পড়া-লেখার সকল সুযোগ করে দেবে”।

পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, মোহাম্মদ সায়েম খন্দকার ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশু সাংসদ কানিজ খন্দকার চৈতি।