এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান:  অদ্য ২৯ আগস্ট ২০১৫ শনিবার বিকাল ৪টায় সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাংগনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুইশতাধিক কৃতি শিক্ষার্থী এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী ১৬ জন মা কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম খান, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান। সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো. সায়েম খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া এর সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এবং শুভেচ্ছা বক্তব্য দেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাঈদা সানজিদা লোপা এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন শিশুদের সকল কাজে তার সর্বাত্ত্বক সহযোগিতা থাকবে এবং উচ্চ শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে বিভিন্ন ট্রাস্ট গঠন করেছেন যেখানে এনসিটিএফ পরিবারও সাহায্য নিতে পারবে। অনুষ্ঠানে এনসিটিএফ কেন্দ্রীয় শিশু গবেষক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ফুয়াদ হাসানকে সংবর্ধিত করা হয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু :

গত ২৮ আগস্ট নারায়নগঞ্জে শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর  কেন্দ্রীয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশুরা।  বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জে ও এই  মানববন্ধন করে শিশু রা।  নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে অভিভাবক ফোরাম,  জেলা এনসিটিএফ কমিটি এবং সর্বস্তরের শিশুরা।

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু : 

গত ২৮ আগস্ট শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে নারায়নগঞ্জে মানব – বন্ধন করেছে শিশুরা। বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জের সর্বস্তরের শিশুরাও অংশগ্রহণ করে । তাদের সাথে মানববন্ধনে যোগদান  করে অভিভাবক ফোরাম, জেলা এনসিটিএফ  কমিটি ।