বগুড়ায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করল এনসিটিএফ এর প্রতিনিধি দল

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সাথে দেখা করতে যায় বাংলাদেশ সরকারের একমাত্র শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স বগুড়া শাখার প্রতিনিধিরা।এসময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় তারা।

বগুড়া জেলা শিশু অধিকার পরিস্থিতি ও এনসিটিএফ এর কার্যক্রম তুলে ধরা হয় এই সাক্ষাতকারে।এসময় জেলা প্রশাসকের হাতে জাতিসংঘ শিশু অধিকার সনদ এর ৫ম বিকল্প প্রতিবেদনের সুপারিশ সমূহের কপি তুলে দেন বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান।

জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন এনসিটিএফ এর সব কার্যক্রমের প্রশংসা করেন এবং সবসময় শিশুদের পাশে থাকবেন বলে আশ্বসস্থ করেন।

এসময় উপস্থিত থেকে সবার সাথে মত বিনিময় করেন এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এছাড়াও এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, আফরোজা সরকার টিসা, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় এনসিটিএফ টিম

সালেহুর রহমান সজীবঃ জয়পুরহাট এনসিটিএফ এর আগষ্ট মাসের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ আগষ্ট এনসিটিএফ জেলা নির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজীব, জেলা দুই ভলান্টিয়ার এবং সাবেক সভাপতি আল আমীন হিরা সহ ৬জন বিশিষ্ট একটি টিম জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় গিয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজিবকে মাদ্রাসা কমিটির সভাপতি করে ১১জন সদস্যের মাদ্রাসা কমিটি গঠন করা হয়। এই সময় এনসিটিএফের পক্ষ থেকে নোটিশ বোর্ড এবং মাদ্রাসার প্রধান অধ্যক্ষের হাতে নিউজ বক্স তুলে দেওয়া হয়। দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান করে এনসিটিএফ সম্পর্কে অবহিত করেন এবং সবশেষে ১১ সদস্যের একটি মাদ্রাসা কমিটি গঠন করে। তার আগে শিশু একাডেমী ভবনে জেলা সংগঠক উমা রানী দাসকে (ম্যাডাম) এনসিটিএফ সভাপতি আমাদের গল্প এবং শিশু অধিকার সনদের (নতুন সংস্করন) বই হাতে তুলে দেন।

এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

শিমুল আহমেদ তরঙ্গঃ  আজ ১৩ আগস্ট এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজসকাল ১০:০০ টায় জেলা শিশু একাডেমী’র অধীনস্থ এন.সি.টি.এফ নরসিংদী’র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সভা শুরু হয়।

আজকের সভায় নরসিংদী জেলা কার্যকরী কমিটির আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষনের  দিন নির্ধারন করা হয়। এছাড়াও ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের ব্যাপারে বিভাগ অনুযায়ী এন.সি.টি.এফ এর পক্ষে অংশগ্রহনকারীদের তালিকা তৈরী করা হয়। এছাড়াও ২৯শে আগষ্ট শিশু দিবসে এন.সি.টি.এফ দলের অংশগ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সি.ওয়াই.ভি উম্মে হাবিবা এবং জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম ও সাথী আক্তার।