বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করল এনসিটিএফ বগুড়া

গত ১৮ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার মালতীনগরস্থ মা ও শিশু কন্যাণ কেন্দ্র পরিদর্শন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) বগুড়ার প্রতিনিধি দল।এসময় তারা হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, কেবিন এবং অপারেশন থিয়েটার ঘুরে দেখেন।

ওয়ার্ডের নবজাতক মা এবং রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায় হাসপাতালের সেবার মান সন্তোষজনক।ডাক্তার এবং নার্সরা তাদের নিয়মিত খোঁজ নেন।তাদের কাছ থেকে তেমন কোন অভিযোগ না পাওয়া গেলেও স্বরেজমিনে দেখা যায় বাথরুম ও টয়লেট গুলো তেমন পরিস্কার নয়।

পরে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জামান (মেডিকেল অফিসার) এর সাথে হাসপাতালের মা ও শিশুদের সেবার মান এবং পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে কথা  বললে তিনি জানান হাসপাতালে ২জন ডাক্তার এবং ৬জন নার্স সার্বক্ষণিক মা ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছে।আর বাথরুম-টয়লেটের অপরিচ্ছন্নতার অভিযোগ স্বীকার করে তিনি কথা দেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং সার্বক্ষণিক নজরদারীর ব্যবস্থা করবেন।

মনিটরিং টিমের নেতৃত্ব দেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান। এসময় উপস্থিত ছিলেন শিশু সাংবাদিক সামিউল ইসলাম,পারমিতা ভট্টাচার্য; শিশু গবেষক আবীদ শাহারিয়ার, আফসানা সাদিয়া এবং জেলা ভলান্টিয়ার  মোহনা আক্তার।