নরসিংদী তে আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব উদযাপন

শিমুল আহমেদ তরঙ্গ : ব্যাপক উৎসাহের সাথে নরসিংদী তে ” আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব ২০১৫ ” উদযাপিত হয়েছে। প্রথম আলো’র সহযোগিতায় এবং সিটি ব্যাংক এর অর্থায়নে প্রথমবারের মতন নরসিংদী তে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

বেলা ১০:০০ টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ গনিত অলিম্পিয়ার্ড এর মহাপরিচালক জনাব ড. মুনির হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব আবু হেনা মোর্শেদ জামান।  আরও উপস্থিত ছিলেন ‘ সিটি ব্যাংক ‘ এর শাখা ব্যাবস্থাপক জনাব মো: নুরুজ্জামান চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খন্দকার নুরুল হক । প্রতিযোগিতায় নরসিংদীর প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। অংশগ্রহনকারীগন ২টি ক্যাটাগরিতে অংশ নেয়। প্রজেক্ট প্রদর্শন এবং কুইজ প্রতিযোগীতায় প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় ।পুরস্কার বিতরনের আগে ড. মুনির হাসান তার বক্তব্যে বলেন , বিজ্ঞান অলিম্পিয়াডে দক্ষিন এশিয়ায় বাংলাদেশের সাফল্যের পর এখন এশিয়া মহাদেশে প্রথম হবার স্বপ্ন দেখতে হবে আমাদের ।

দুপুর ১টায় প্রজেক্ট পরিদর্শন ও কুইজ এর উপর ভিত্তি করে ঢাকায় পরবর্তী রাউন্ডের জন্য প্রতিযোগীদের সিলেক্ট করা হয়। প্রজেক্ট পরিদর্শনের উপর ভিত্তি করে – ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয়ে ; নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় ; বেঙ্গল ইন্সটিটিউট অব টেকনোলজি ; এন. কে.এম হাই স্কুল এন্ড হোমস ; সাটিরপাড়া কে কে ইন্সটিটিউট। পড়ে প্রেজেন্টেশন বিজয়ী এবং কুইজে বিজয়ীদের মাঝে প্রশংসাপত্র ও মেডেল প্রদান করা হয়।

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা

জীবনের ঝুঁকি নিয়ে ডাঃ নওশের আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকিপূর্ন ভবনে ক্লাস করছে। গত ১৬ আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ স্কুল মনিটরিং এ যায়। শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় এবং ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুকিপূর্ণ ভবনেই ক্লাস করাতে হচ্ছে এমনটাই জানালো স্কুলের প্রধান শিক্ষক আলেয়া আখতার বানু। এদিকে স্কুলের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় শিক্ষাথীদের স্কুলে আসতে খুব কষ্ট হচ্ছে বলে জানালো সবাই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে স্কুলে আসতে পারে না। কবে মিলবে এর প্রতিকার এমনটায় বললো শিক্ষার্থীরা?

নতুন পুলিশ সুপার এবং সিভিল সার্জন এর সাথে এনসিটিএফ সিরাজগঞ্জের সাক্ষাৎ

১৭ই আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ জেলার কমিটি নতুন পুলিশ সুপার এবং সিভিল সার্জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে । এই সময় কমিটির পক্ষ থেকে সভাপতি রেনেসাঁ আলম এবং চাইল্ড পার্লামেন্ট সদস্য নাজমুল হোসেন নতুন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এই সময় তাকে এনসিটিএফ এর কাজ সর্ম্পকে অবহত করা হয়। তিনি এনসিটিএফ এর যে কোন প্রয়োজনে তার সহযোগীতার আশ্বাস দেন। এনসিটিএফ কমিটির সকলের পক্ষ থেকে ফুল শুভেচ্ছা জানানো হয় জেলায় সদ্য আসা সিভিল সার্জন ডাঃ দেবপাল রায় কে। এ সময় তিনি এনসিটিএফ এর কাজের প্রশংসা করেন। হাসপাতাল মনিটরিং এর পরে কোন সমস্য থাকলে তাকে সরাসরি অবিহতি করার পরামর্শ দেন তিনি। যে কোন প্রয়োজনে সিভিল সার্জন থেকে সহযোগিতা করার আশ্বাস দেন এনসিটিএফ কে। আগামী ২০ আগষ্ট এনসিটিএফ এর ফ্রি রক্ত গ্র“প নির্ণয় কর্মসূচীর আওতায় সিভিল সার্জন থেকে সব্বোর্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

এনসিটিএফ সিরাজগঞ্জের স্কুল কমিটি গঠন

গত ১৬ আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ শহরের ডাঃ নওশের আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটি গঠন করে। স্কুলের আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে পাচঁজন বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। এই সময় স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে স্কুলের সকল শিক্ষার্থীকে এনসিটিএফ সর্ম্পকে ধারণা দেওয়া হয়। গঠন করা এই নতুন কমিটি এখন থেকে শিশু অধিকার বাস্তকায়নে কাজ করবে।