সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা ।

সিরাজুল ইসলাম আসিফ:  আজ ১২ই আগস্ট বিকাল ৪ :৩০ থেকে ৬:৩০ পর্যন্ত সময় জুড়ে হয়েছিল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা । সভায় সভাপতি , সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করে এনসিটিএফ শরীয়তপুরের সাংগঠনিক সম্পাদক  রিমন । সভায় অনেক বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারমধ্যে অন্যতম কিছু  হলো :
*সদস্য বৃদ্ধির জন্য আগামী ১৩ই আগষ্ট বৃহস্পতি বার সকাল ১০টায় আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের এনসিটিএফ সম্পর্কে ধারনা প্রদান করতে যাবে এনসিটিএফ শরীয়তপুর ।
*শিশু হত্যা এবং শিশু নির্যাতন প্রতিরোধ মানব বন্ধন করার পরিকল্পনার করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
*অভিভাবকদের নিয়ে সভা করার পরিকল্পনাও করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
সভায় জেলা ভলান্টিয়ার সুমাইয়া আপু বলেছেন যে , “সবাইকে একসাথে হয়েই কাজ করতে হবে এবং  এনসিটিএফ কে নিজে মত করে ভাবতে শিখতে হবে “।
এছাড়াও সভায় আরও অন্যান্য বিষয়েও আলোচনা হয় ।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য , সাধারণ সদস্য , জেলা ভলান্টিয়ার আপু ও ভাইয়া এবং এনসিটিএফ শরীয়তপুরের উপদেষ্টা মিঠুন ভাইয়া উপস্থিত ছিল ।

নাগুরা ফার্ম হাই স্কুল এনসিটিএফ হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল

যখন শিশুদের অধিকার প্রতীষ্ঠা করা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মুল উদ্দেশ্য তখন এই উদ্দেশ্য বাস্তবায়নর আরেকটি উদ্দ্যোগ গ্রহন করল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ।
১২ আগষ্ট ২০১৫ ইং তারিখে রোজ বুধবার নাগুরা ফার্ম হাই স্কুল, হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল। কমিটির সদস্যরা যখন বিভিন্ন ক্লাস এর শিশুদের সাথে কথা বলে তখন জানতে পারে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা। এর মধ্যে কিছু প্রধান সমস্যা ছিল নলকূপের সংকট, আসন সংখ্যা সীমিত, বাথরুমের সংকট, লাইট ফ্যান এর সংকট, রাস্তা নিচু, ক্যান্টিন এর ব্যবস্থা নেই। এছাড়া আরো জানা যায় স্কুলের শিক্ষক গণ স্কুলের ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন করেন, ছাত্রীদের সাথে অশালীন শব্দ ব্যবহার করেন, এবং স্কুল এর শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেন। এসব সমস্যা সম্পর্কে যখন স্কুলের প্রধান শিক্ষক এর অনুপস্থিতি তে সহকারী প্রধান শিক্ষক এর কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন স্কুলের নলকূপ, বাথরুম, আসনসংখ্যা, ফ্যান ও লাইট, সম্পকৃত সমস্যার সমাধান তিনি খুব জলদি পদক্ষেপ নিবেন এবং ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন, অশালীন শব্দের ব্যবহার,কোচিং সম্পকৃত সমস্যা সম্পর্কএ তিনি অবগত ছিলেন না এবং তিনি প্রধান শিক্ষক এর সাথে খুব কথা বলবেন।