এনসিটিএফ চট্টগ্রাম জেলার ওয়ার্ড কমিটি নির্বাচন সম্পন্ন

শাহরিয়ার তামিম সৌরভ:  ২১ ই আগষ্ট, রোজ শুক্রবার, এনসিটিএফ, চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ওয়ার্ড কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যাশনাাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। সারা বাংলাদেশের ৬৪টি জেলার ন্যায় এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সর্বস্তরের শিশুদের সংগঠিত করার মাধ্যমে এলাকা ভিত্তিক শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট, ২০১৫ইং তারিখে চট্টগ্রাম শহরের ০৪ এবং ১৮ নং ওয়ার্ডে এনসিটিএফ এর সদস্যদের স্বতস্পূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ড কমিটি নির্বাচন। এতে ওয়ার্ডের যথাক্রমে ১৬৩জন এবং ১৬২জন সদস্য প্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে ১১ জন সদস্য 20150821_112546-sobuj bartaবিশিষ্ট দুটি পৃথক কমিটি গঠন করে। ৪নং ওয়ার্ডের নির্বাচন নগরীর চান্দগাঁওস্থ “প্যারাডাইজ বলরুম কমিউনিটি সেন্টার” সম্মেলন কক্ষে এবং ১৮নং ওয়ার্ডের নির্বাচন বাকলিয়ার “আল-মদিনা” কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়াটি ২টি স্বতন্ত্র নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা

শিশু বিষয়ক কর্মকর্তা জি.এম আব্দুচ সালাম, ওয়ার্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার প্রবীর চিসিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চিটাগাং আরবান এডিপি’র প্রোগ্রাম অফিসারগণ। উক্ত নির্বাচন অনুষ্ঠানে এনসিটিএফ চট্টগ্রাম জেলার সাবেক এবং বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ শিশু একাডেমি সেভ দ্যা চিলড্রেন এবং প্ল্যান-বাংলাদেশ।