সুনির্দিষ্ট শিশু বাজেট এবং শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ শুনানি

৫ নভেম্বর-২০১৭ তারিখে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে এনসিটিএফ এর নেতৃত্বে “সুনির্দিষ্ট শিশু বাজেট এবং শিশু অধিকার পরিস্থিতি” শীর্ষক এক গণ-শুনানীর আয়োজন করে। যেখানে ইউনিয়ন পর্যায়ে শিশুদের সমস্যাগুলো শোনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে এ গণ-শুনানীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেসার ব্যাক্তিবর্গ। শিশুদের উত্থাপিত বিষয়সমুহের মধ্যে সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন উল্লেখযোগ্য। শিশুদের এ সকল উত্থাপিত বিষয়ের প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় দ্রুত সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি আমদহ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডাটাবেজের প্রতিশ্রুতি দেন। চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে বলেন আমার ইউনিয়নে উন্নত শিক্ষা নিশ্চিত করার লক্ষে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ৪টি ল্যাপটপ প্রদান করা হয়েছে। সবশেষে এ বছরেই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের যাতে বাল্য-বিবাহ না হয় সেজন্য “লাল কার্ড” প্রদান করা হবে।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক রজব, সুরভী , শিল্পী প্রমুখ।