এনসিটিএফ খুলনা এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

খুলনা এনসিটিএফ এর উদ্যেগে মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলে ০৫ই নভেম্বর সকাল ১১টা হতে ১টা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাতে প্রাথমিক চিকিৎসা কি ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ সভাপতি লিটন হাওলাদার। এছাড়া রক্তক্ষরণ, শরীরের কোন অংশ কেটে গেলে, কোন বস্তু ঢুকে গেলে, বৈদ্যুতিক শক, মচকানো, কামড় ও দংশন,পানিতে ডুবলে কি কি করণীয় এটি তুলে ধরে এনসিটিএফ এর সাধারণ সম্পাদক আফিয়া তাসনীম।
তাছাড়া এনসিটিএফ সম্পর্কে তুলে ধরে শিশু গবেষক সানজিদা ইসলাম এবং সাধারণ সদস্য অনন্যা ইসলাম জানভি। শিশু নির্যাতন ও হেল্পলাইন সম্পর্কে তুলে ধরে এনসিটিএফ উপদেষ্টা দিপন দে। কর্মশালাতে ২০জন ক্ষুদে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যারা তাদের স্কুলের ক্ষুদে ডাক্তার হিসেবে নিয়োজিত।