এনসিটিএফ’র ১৬ বছর পদার্পণ উদযাপন করলো ব্রাহ্মণবাড়িয়া

মোঃইফতেখারুল ইসলাম: গত ২৯ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ শনিবার ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ১৬ বৎসরে পদার্পণ  উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়া জেলা এনসিটিএফ’র উদ্যোগে  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রথমে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এবং পরবর্তীতে এনসিটিএফ কার্যালয়ে। জেলা প্রশাসকের কনফারেন্স রুমে  এনসিটিএফ সদস্যদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান , সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী  অফিসার (সদর), জেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তা, নির্বাহী কমিশনারগণ, জেলার শিশু বান্ধব প্লাটফর্ম এর সদস্যবৃন্দ, চাইল্ড রাইটস প্রমোটার  মমতাজুল ইসলাম রুমন, সেন্ট্রাল ইয়থ ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস সহ সমাজের বিশিষ্টজন । এসময় এনসিটিএফ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় সাবেক সভাপতি সাফায়েত জামিল নওশান, জেলা এনসিটিএ‘র সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা সদস্য সেতু,সানবি,ইনাম,মেহেদি,সূচিসহ আরো অনেকেই। অনুষ্ঠানের শুরুতে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাফায়েত জামিল নওশান এনসিটিএফ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং বর্তমান অবস্থা তুলে ধরেন। উল্লেখ্য একই দিনে বিকেলে এনসিটিএফ শিশরা তাদের নিজ কার‌্যালয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতারের উপস্থিতিতে বর্ণিল ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে গঠিত হয়ে গেল “শিশু বান্ধব প্ল্যাটফর্ম”

বাংলাদেশের একমাত্র জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে সকাল ১১.৩০ মি: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু বান্ধব প্ল্যাটফর্ম” গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, আল-মামুন সরকার, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শিশুদের বন্ধু ও জেলার বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিগণ। সভাটি পরিচালনা করেন মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া। এনসিটিএফ’র কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন সাফয়েত জামিল নওশান, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং এনসিটিএফ জেলা কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম প্রত্যাশা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ’র বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও সেভ দ্যা চিলড্রেন এর সেন্ট্রাল ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন, অজিত চন্দ্র বিশ্বাস । উক্ত সভায় এনসিটিএফ জেলা কমিটি সদ্য বিদায়ী জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা এবং বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শুভেচ্ছা উপহার প্রদান করেন। “শিশু বান্ধব প্ল্যাটফর্ম” গঠনের পরে এনসিটিএফ’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে নিয়ে সভার সভাপতি ও জেলা প্রশাসক কেক কাটেন।