এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

১২ ফেব্রুয়ারি ২০১৬ রোজ শুক্রবার , এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যলয় । বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ অনুষ্ঠিত হয় সকাল ৯টা হতে সকাল ১০ টা পর্যন্ত । অতপর শুরু হয় এনসিটিএফ খুলনার দ্ বিবার্ষিক নির্বাচন । উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় । ৩০০ ভোটারের উপস্থিতিতে স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।  উক্ত নির্বাচনে পিজাইডিং  অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সুজিত কুমার সাহা  জেলা কালচারাল অফিসার, খুলনা । প্রধান নির্বাচন  কমিশনার এর দায়িত্বে ছিলেন মারশাফি মহাম্মদ অর্ক এবং মোঃ রকিবুল ইসলাম । সকল প্রার্থীর ভোট গ্রহন শেষে পিজাইডিং  অফিসার।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আবুল আলম সকল প্রার্থীদের সম্মুখে ভোট গননা করনে । ভোট গননা শেষে নির্বাচিত ১১ কমিটির নাম ঘোষনা করেন পিজাইডিং  অফিসার । নির্বাচনে বিজয়ী  ১১  সদস্যের নাম হল –

১. সভাপতি – লিটন হাওলাদার ।

২ .সহ- সভাপতি – পুূজা সাহা ।

৩ .সাধারণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস রুবা ।

৪.যুগ্ন – সাধারণ সম্পাদক – হিমাদ্রি সরকার রাজন ।

৫ .সাংগঠনিক – সম্পাদক – রাফিয়া ইসলাম ।

৬ .চাইল্ড পার্লামেন্ট ছেলে – ইমাম আবু জুবায়ের ।

                           মেয়ে – নুসরাত জাহান সুমনা ।

৭. শিশু সাংবাদিক ছেলে- আরিয়ান নুহান ।

                        মেয়ে- জান্নাতুল ফেরদৌস মিতু ।

৮. শিশু গবেষক ছেলে- সানজিদ হাসান সাজিন ।
মেয়ে- সানজিদা ইসলাম ।

উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হল । নির্বাচনের সাার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মো : মিদুল ইসলাম মৃদুল ।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

আদ্য সকাল ১০ টায়, জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো শিশু সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরন কর্মসূচি।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল সামাদ ( বিভাগীয় কমিশনার খুলনা ),  মুল প্রবন্ধ উপস্থাপনা করেন – ডাঃ মোঃ আমিনুল ইসলাম ( কর্মসূচি পরিচালাক মহিলা ও শিশু মন্ত্রনালয়)  এবং অনুষ্ঠানে সভাপতি জেলা প্রসাসক মহদয়ের অনুপস্থিততে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রসাসক খুলনা।  উক্ত অনুষ্ঠানে শিক্ষক,  কাজী,  পুরহিত,  নানা জিও, এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে খুলনা এনসিটিএফ এর ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  শিশুদের পক্ষ থেকে বক্তব্য প্রতান করে – দীপন দে (শিশু গবেষক, খুলনা এনসিটিএফ)  এবং এইচ. এম লিটন হাওলাদার ( চাইল্ড পার্লামেন্ট খুলনা এনসিটিএফ)।
এখানে বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এবং বাল্য বিবাহ প্রতিরোধক আইন সম্পর্কে বিশ্লেষন করা হয়।  সরকারের নানামুখি পদক্ষেপের কথাও বলা হয়।   বালিকা বধু নয়,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয় উক্ত অনুষ্ঠানে।

দীপন দে, শিশু গবেষক -খুলনা এনসিটিএফ।

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

অদ্য সকাল ১০ টায় খুলনা জেলা শিশু একাডেমী প্রঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল  জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর প্রতিযোগিতা ও সনদ পত্র বিতরণ।  উক্ত অনুষ্ঠানে খুলনা জেলার নানা প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করে। উৎসব মুখোড় পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে খুলনা শিশু একাডেমী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সুজগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব, মোস্তফা কামাল। তিনি বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলা পর্যায়ে বিজয়ী শিশুরা আগামী ১৬ জানুয়ারি যশোর শিল্পকলা একাডেমী যাবে বিভাগীয় পর্যায়ে    প্রতিযোগিতায় অংশগ্রহন করতে।

দীপন দে, শিশু গবেশক,খুলনা এনসিটিএফ।